আমাদের কথা খুঁজে নিন

   

খালেকের নির্বাচন পরিচালনায় রাজ্জাক আলী

এ দায়িত্ব পালনের লক্ষ্যে শনিবার নগরীতে এ সভায় শেখ রাজ্জাক আলীকে খুলনা নাগরিক কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
কমিটির কো-চেয়ারম্যান করা হয় অ্যাডভোটেক এনায়েতে আলীকে, যিনি এর আগে আব্দুল খালেকের বিরুদ্ধেই মেয়র পদে নির্বাচন করেন।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভামঞ্চে বসেই রাজ্জাক আলী আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন।
সমর্থক হিসেবে স্বাক্ষর করেন এনায়েত আলী।


এনায়েত আলীর সভাপতিত্বে সভায় ১০১ সদস্যের নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য সচিব করা হয় বীমা কর্মকর্তা শাহ জাহাঙ্গীর আবেদকে।
এছাড়া দুজন সমন্বয়কারী হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর শাখার আহ্বায়ক আলমগীল কবীর।
শেখ রাজ্জাক আলী খুলনা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে এবং ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।


এনায়েত আলী ২০০৮ সালের ৪ অগাস্ট মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি খুলনা পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।  
এ ব্যাপারে নাগরকি কমিটির সমন্বয়কারী আলমগীল কবীর বলেন, ১০১ সদস্যের এ নাগরিক কমিটি মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করার জন্য কাজ করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ রাজ্জাক আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক।
সভায় শেখ রাজ্জাক আলী বলেন, কোনো রাজনৈতিক বিচার বিবেচনায় নয়, “একজন নাগরিকের দায়বদ্ধতা থেকে খুলনা মহানগরীকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ নিয়ে এগিয়ে এসেছি।


গত ২৯ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
মানোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার (১২ মে)। বাছাই ১৫ ও ১৬ মে। ভোট গ্রহণ হবে ১৫ জুন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.