আমাদের কথা খুঁজে নিন

   

খালেকের নির্বাচন করবেন রাজ্জাক আলী

আওয়ামী লীগ নেতা খালেক নাগরিক কমিটির প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়বেন। শনিবার নগরীতে এক সভায় ওই কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে শেখ রাজ্জাক আলী।
রাজনীতিকে বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় শেখ রাজ্জাক আলী বলেন, “কোনো রাজনৈতিক বিচার বিবেচনায় নয়। একজন নাগরিকের দায়বদ্ধতা থেকে খুলনা মহানগরীকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ নিয়ে এগিয়ে এসেছি। ”
কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে অ্যাডভোকেট এনায়েত আলীকে, যিনি এর আগে খালেকের বিরুদ্ধেই মেয়র পদে নির্বাচন করছিলেন তিনি।


সকালে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভায় রাজ্জাক আলী আগামী নির্বাচনে মেয়রপ্রার্থী তালুকদার খালেকের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন। সমর্থক হিসেবে স্বাক্ষর করেন এনায়েত আলী।
শেখ রাজ্জাক আলী খুলনা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে এবং ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুই দফা স্পিকারের দায়িত্ব পালন করেন।
১০১ সদস্যের নাগরিক কমিটির সদস্য সচিব হয়েছেন বীমা কর্মকর্তা শাহ জাহাঙ্গীর আবেদ।

দুজন সমন্বয়কারী হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর শাখার আহ্বায়ক আলমগীর কবীর।
আলমগীর কবীর বলেন, ১০১ সদস্যের এ নাগরিক কমিটি তালুকদার খালেককে বিজয়ী করার জন্য কাজ করবে।
বাগেরহাটের সাবেক সংসদ সদস্য ২০০৮ সালে মেয়র পদে নির্বাচিত হন। তিনি নিজেও সভায় ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরও ছিলেন সভায়।


আগামী ১৫ জুন খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার (১২ মে)।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.