আমাদের কথা খুঁজে নিন

   

আইপ্যাডকে হারিয়েছে অ্যান্ড্রয়েড

আইপ্যাডের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এখন অ্যাপলের জনপ্রিয় এ ট্যাবলেটের বাজারে ভাগ বসাতে শুরু করেছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ। মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের গবেষকেরা জানিয়েছেন, গত এক বছরে ট্যাবলেট বাজারের ৫৩ শতাংশ দখল করেছে অ্যান্ড্রয়েড আর এ সময়ে ১৪ শতাংশ বাজার কমেছে আইপ্যাডের। বর্তমানে বাজারের মাত্র ৪ শতাংশ এখন আইপ্যাডের দখলে। বিশেষজ্ঞদের অভিমত ছোট মাপের অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জনপ্রিয়তার কারণেই আইপ্যাডের বাজার কমছে। স্যামসাং, আমাজন, লেনোভো ও এসার মিলে গত এক বছরে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে উন্নতি করেছে ২০০ শতাংশ। এসময় নয় ইঞ্চি মাপের চেয়ে ছোট ট্যাবলেট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।