আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ধৃতি ফ্রম গাজী শামছুর রহমান । ‘রাজু আলাউদ্দিন ও ব্রাত্য রাইসুর নেওয়া ইন্টারভিউ’ । (প্রকাশিতব্য)

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
ইন্টারভিউ ২০-এর ২ গাজী শামছুর রহমান অক্টোবর ১৯৯৫ গাজী: ...আরেকটি কথা ধরো। এই কথা নিয়ে যুবকদের মন উদ্বেলিত হতে পারে। আমাদের দেশের—বাংলাদেশের—একটি খারাপ আইনের কথা শোনো।

খুব খারাপ আইন। আমরা বলি যে আইনটা ঠিক নয়। রাইসু: তার মানে আইনের ভালো এবং খারাপ আছে? গাজী: খারাপ তো কিছু আছেই। রাইসু: সেটা কী দিয়ে বিচার করবেন আপনারা আইনের খারাপ-ভালো? গাজী: আগে শুনে নাও। খারাপ আইনটা শুনে নাও।

আইনটা হচ্ছে ধরো, দবির আর সালেহা স্বামী-স্ত্রী, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ। এখন সালেহা দবিরের বন্ধু সাবেতের সাথে শোয়, তাতে দবিরের কোনো আপত্তি নেই। এতে কারো কোনো অপরাধ নেই। কথা বুঝলে? রাইসু: আইনে নেই। গাজী: আইনে নেই, ধর্মে আছে, সমাজে আছে—তা হলে নেই।

কিন্তু দবির যদি আপত্তি করে তাহলে সাবেতের অপরাধ আছে, সালেহার নেই। সাংঘাতিক ব্যাপার! রাইসু: কেন এটা। গাজী: কেন এটা বলতে পারবো না। এটা আইন। রাইসু: এটাকে আপনি খারাপ আইন বলছেন? গাজী: আমি বলছি যে এটা তর্কিত আইন।

২০ ফর্মার বেশি । ২০ টি ইন্টারভিউ । দাম ১০০০ টাকা । প্রতি ইন্টারভিউ ৫০ টাকা । ৯০,০০০ শব্দ ।

১ টাকায় ৯০ শব্দ । ফেব্রুয়ারিতে শুভমুক্তি । বইয়ের বাইরে আলাদা ভাবে শব্দ বা ফর্মা বিক্রি হবে না। কমিশন নাই।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।