আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত



আজ বসন্ত তোমার সেজেছ প্রজাপতি সাজে চম্পা, চামেলী, ফুল কুমারীরা সেজেছে তো্মার সাথে অন্তরের সব কালি হয়েছে ম্লান, গৌ্ধুলীর আকাশ যেন হঠাৎ করিল সূর্য স্নান। এ যেন নতুন ভোর নতুন আলোর সকাল বিগত দিনের ধোঁয়াটে স্বপ্ন গিলেছে মহাকাল। স্নিগ্ধ বাতাস যেন বহিছে এধারে ওধারে চঞ্চল ভ্রমর তুমি ঘুরে বেড়াও ফুলে ফুলে । অবশেষে, ভুল কেন সবই যেন সুন্দর ফুল ? গোলক ধাঁধাঁয় পড়ে মন তোমার হয়েছে আকুল । সময় নেই সব যেন হল কাল সারা পাছে ভয় এল বুঝি বৌশাখের ফাড়া।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।