আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত

কেবলই নিজেকে খুঁজছি

ছন্দের বৃত্ত থেকে বেড়িয়ে প্রকৃতির এলোমেলো হাওয়া তাল কাটলেও বেসুরো লাগছে না। প্রায় এক বছরের অজ্ঞাতবাস থেকে ফিরে বৃক্ষ শাখায় ঘুরে ফিরে গাইছে উদাসী বাউল পাখি। পায়ের নিচে শুকনো পাতা ভাঙার শব্দ, পার্কের বিছানো পথে- ব্যস্ততাহীন জোড়া জোড়া পা। যেদিকে যাই হলুদ প্রজাপতি পার্কে কিংবা বকুলতলায়, নদীর ধারে-ঘাসের বুকে সবখানেতেই হলুদ প্রজাপতি। হাওয়ায় ওড়ে হলুদপাতার উড়োচিঠি হাত বাড়িয়ে খুলে দেখি হলুদে লেখা-'বসন্ত'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।