আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘশ্বাস

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

কয়েকদিন আগে হওয়া ভূমিকম্পের পর থেকে আমার খালি সবসময় মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ওই দিন যে আমি অনেক ভয় পেয়েছি ব্যাপারটা মোটেও এমন না, বরং আমি সিড়ি দিয়ে ধীরে ধীরে নেমেছি যাতে অন্যরা কি করছে এটা দেখতে দেখতে যেতে পারি। দেখলাম আমাদের বিল্ডিং এর এক মেয়ে টাকা পয়সা সাথে নিয়ে নেমেছে আরেকজনকে দেখলাম ভূমিকম্প শেষ তারও ৫মিনিট পর মোটামুটি সাজগোজ করে নিচে নেমেছে। আমার ধারণা তার দেরী হবার কারণ তাড়াহুড়া করে সাজগোজ! গতকাল রাতে কেবলই একটু ঘুম এসেছে ওমনি ঘুম ভেঙ্গে গেল নিজের নাক ডাকার শব্দে! আমি আগে টুকটাক নাক ডাকতাম কিন্তু আজকাল আমার লজ্জাই লাগে এত জোরে নাক ডাকি! গ্রামে বড় হবার কারণে আমি অনেক কিছু পেয়েছি বা দেখেছি যা ঢাকাতে এসে পাই না। যেমন, শীতকাল… রোদ পোহানো…বসন্তকাল... কোকিলের ডাক… মিষ্টি সুবাতাস… আমের মুকুল… আবার গ্রীষ্মকালের হালকা ঝড় … আম কুড়ানো… বর্ষাকাল… ঝুম বৃষ্টি… মাটির গণ্ধ… খাবার দাবারের কথা তো বললাম ই না।

মাঝে বেশ কিছুদিন কয়েকটা খাবারের কথা মনে পড়ছিল খুব, মনে হচ্ছিল ওগুলো না খেলে আমি মারা যাবো… ইচ্ছা ছিল পরীক্ষা শেষ হলে খুলনা যাবো। শেষ পরীক্ষার দিন নেক্সট টার্মের রুটিন হাতে পেয়ে রাগে দুঃখে ভুলে গেলাম কি কি খাওয়ার কথা ছিল। নিজেকে আমার কখনোই আধুনিক মনে হয় নি সবসময় কনজারভেটিভ মনে হয়েছে এখন মনে হয় আমি তাও না আমি আসলে গোড়া টাইপ। আমি কোন পরিবর্তন পছন্দ করি না। বাচ্চাকে ইংরেজী ২টা নতুন শব্দ শেখানোর জন্য মাম্মি-পাপা ডাক শেখাতে দেখলে আমার রাগে পিত্তি জ্বলে আবার এতদিন হয়তো আপু বা আপা ডেকেছে হঠাৎ আপ্পি বা আপি ডাকা আমার চরম বিরক্তির কারণ হয়।

এসব ডাকে কি সম্পর্ক বদলে যাবে? নাকি আমরা ইংরেজ হয়ে যাবো! কে জানে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।