আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম চিঠি

বাংলাকে ভালবাসি।

মায়াপরী, এখন এখানে একটা বিষন্ন বিকেল সন্ধ্যার দিকে দ্রুত নেমে যাচ্ছে (যেমন অন্ধকার গ্রাস করে সবকিছুই) The sun is sliding down Manhattan skyscrappers... আমরা যারা নিচের দিকে থাকি সন্ধ্যা তাদের জন্য একটু দ্রুতই এসে যায়! সন্ধ্যা নিয়ে একটা প্রিয় গান আছে আমার : "বলার ছিলনা কিছুই গোধূলীর মত চলে গেলে দিয়ে গেলে সন্ধ্যার হাহাকার" কার লেখা,কার সুর মনে নেই... বলতে পারো আমি একজন বিচ্ছন্ন মানুষ। কখনও কথা বলতে ইচ্ছে করলে.... আমার মধ্যে অচিন কাউকে খুঁজতে ইচ্ছে করে.... কথা আমাকে বলতেই হবে টানা, তবে আমি নির্জনে থাকতে পছন্দ করি.... কিন্তু কখনও ইচ্ছে করে জানালা খুলে দেখি কোথাও কি কেউ দাড়িয়ে আছে? তোমার সাথে আমি কি নির্দ্বিধায় কথা বলি!! ১২ মে,২০০৯ নিউ ইয়র্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.