আমাদের কথা খুঁজে নিন

   

দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারীর শিক্ষা পদ্ধতি



(ক) প্রথম বর্ষঃ শিশু শ্রেণীতে প্রাথমিক পর্যায়ের কুরআন পাঠ, প্রেয়োজনীয় দোয়া-কালাম, নামায অনুশীলনসহ আনুষ্ঠানিক বিষয়সমূহ শিক্ষা দেয়া হয়। (খ) প্রাথমিক স্তরঃ ২য় থেকে ৬ষ্ঠ বর্ষ পর্যন্ত, প্রাথমিকভাবে উর্দু-ফারসী-আরবী-নাহু-সরফ-ফিক্বাহ-আক্বাইদ, ইতিহাস, ইলমে ক্বিরাত, সীরাতুন্নবী প্রভৃতি বিষয়জ্ঞানসহ বাংলা, অংক, ইতিহাস, ইংরেজী, ভূগোল ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। (গ) মাধ্যমিক স্তরঃ ৭ম বর্ষ থেকে দশম বর্ষ পর্যন্ত উচ্চতর আরবী ব্যাকরণ, মাধ্যমিক আরবী ফিক্বাহ শাস্ত্র, মাধ্যমিক উসূলে ফিক্বাহ, মাধ্যমিক আরবী সাহিত্য, মাধ্যমিক তর্কশাস্ত্র, ইলমে বালাগাত, আরবী-ফারসী মাধ্যমিক ইতিহাস শিক্ষা দেওয়া হয়। (ঘ) উচ্চ মাধ্যমিক স্তরঃ একাদশ বর্ষ থেকে দ্বাদশ বর্ষ পর্যন্ত উচ্চতর ফিক্বাহ, উসূলে ফিক্বাহ, উচ্চতর তর্কশাস্ত্র, উচ্চতর দর্শনশাস্ত্র, উচ্চতর অর্থনীতি, উচ্চতর আরবী সাহিত্য, উচ্চতর ইসলামের ইতিহাস প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। (ঙ) স্নাতক স্তরঃ ত্রয়োদশ বর্ষ থেকে পঞ্চদশ বর্ষ-অর্থনীতি, তাসাউফ তত্ত্ব, ইলমে হাইআত- সৌর বিজ্ঞান, ইলমে ফারাইয, ইলমুল আরূয, আরবী-ফার্সী কাব্য, হাদীস-উসূলে হাদীস, তাফসীর, উসূলে তাফসীর।

(চ) স্নাতকোত্তর স্তরঃ সমাপনী বর্ষ- দাওরায়ে হাদীস, ছয়টি প্রামাণ্য হাদীসগ্রন্থ- বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিযী শরীফ, নাসাঈ শরীফসহ তাহাবী শরীফ, ইবনে মাজা, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালেক, শামায়েলে তিরমিযী প্রভৃতি। (ছ) উচ্চতর বিভাগীয় পাঠ্যক্রমঃ দাওরায়ে হাদীস উত্তীর্ণ ছাত্রদের জন্য উচ্চতর গবেষণা পর্যায়ে আরো বেশ কয়েকটি বিভাগে শিক্ষাদান করা হয়। যথা- ১. দুই বছর মেয়াদী ইসলামী আইন ও গবেষণা বিভাগ। ২. আরবী সাহিত্য বিভাগ। ৩. উচ্চতর হাদীস গবেষণা বিভাগ।

৪. ইলমে তাজবিদ ও ক্বিরাত বিভাগ। ৫. বাংলা সাহিত্য ও ইসলামী গবেষণা বিভাগ। আবু সাঈদ যশোরী ০১৭২৬২৭৫৬৬৫/০১৯১৮৬২০০০৫

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.