আমাদের কথা খুঁজে নিন

   

দারুল ইহসান নিয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৪তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ (৭) ধারায় আচার্যের ক্ষমতার ব্যাপারে বলা আছে। কমিটি এই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আচার‌্য তথা রাষ্ট্রপতি হস্তক্ষেপ কামনা করছে।
তিনি জানান, এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে উচ্চ আদালতে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল বিশ্ববিদ্যালয মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের নিয়ে সংসদীয় কমিটি আলোচনা করবে।
এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, “যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে এখন চাকরি করছে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে সনদ নেয়ার সুযোগ দেয়ার সুপারিশ করা হয়েছে।


বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ (৭) ধারায় বলা হয়েছে, কোনো কারণে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিলে কিংবা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত ও শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে, ওই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা র্কাযক্রম অব্যাহত রাখার স্বার্থে চ্যন্সেলর কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়রের সুপারশিক্রমে প্রয়োজনীয় আদেশ ও নির্দেশ দিতে পারবেন এবং এবিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
দারুল ইহসান ইউনিভার্সিটির মালিকানা সঙ্কট, অনিয়ম, দুর্নীতি ও আউটার ক্যাম্পাসের মাধ্যমে সনদ বাণিজ্য বন্ধসহ বিভিন্ন সমস্যার সমাধানে ২০১০ সালের অক্টোবরে অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হককে প্রধান করে এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়।
গত বছরের মার্চ মাসে বিচার বিভাগীয় কমিটির তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়, যাতে বিশ্ববিদ্যালয়টি বন্ধের সুপারিশ করা হয়েছে।
পাঠ্য বইয়ে বাদ পড়া কবিতা পুন:স্থাপনের সুপারিশ
নবম ও দশম শ্রেণির পাঠ্য বইয়ে বাদ পড়া আব্দুল হাকিমের ‘বঙ্গবাণী’ এবং আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগে ওরা বলে’ কবিতা দুটি পুন:স্থাপনের সুপারিশ করা হয়েছে।
মেনন বলেন, “কবিতা দুটি বাদ দেয়ার কমিটি পাঠ্যক্রম বোর্ডকে প্রশ্ন করে।

কবিতা দুটি আমাদের ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার মর্যঅদা নিয়ে রচিত।   তবে এ বিষয়ে পাঠ্যক্রম বোর্ড কোনো সদুত্তর দিতে পারেনি। কমিটি বাদ পড়া কবিতাদুটি পুন:স্থাপনের সুপারিশ করেছে। ”
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে বলা হয়, কবিতা দুটি আরো উঁচু ক্লাসে পড়ানোর চিন্তা থেকে বাদ দেয়া হয়েছিলো। তবে সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের এ যুক্তি গ্রহণ করেনি।


এদিকে নবম ও দশম শ্রেণির বাংলা পাঠ্য বইতে ভারতীয় আধুনিক কবিদের কবিতা প্রাধান্য দেয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি বলেন, “ভারতের বইয়ে কি আমাদের কবিদের কবিতা পড়ানো হয়? কমিটির দেশীয় কবিদের প্রধান্য দিতে বলেছে। ”
তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সর্বজনগ্রাহ্য কবিরা কমিটির এই মতামতের ঊর্ধ্বে থাকবে বলে জানানো হয়েছে।
রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মির্জা আজম, বীরেন শিকদার, জিয়াউর রহমান ও মমতাজ বেগম অংশ নেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.