আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ প্রতিনিধিদলের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন



মেজর জেনারেল স্যার এস জে এল রবার্টসের নেতৃত্বে সফররত ব্রিটিশ রয়াল কলেজ অব ডিফেন্সের ১৩ সদস্যের এক প্রতিনিধিদল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করে। জানা যায়,প্রতিনিধিদলটি বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য হাটহাজারী মাদ্রাসায় যায়। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা ইজাজুর রহমান সফরকারী দলের সাথে ছিলেন। সফরকারী দল মাদ্রাসা প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেয়। এতে হাটহাজারী মাদ্রাসার পক্ষে আলোচনা করেন মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ, মুফতি জসীমউদ্দীন, মাওলানা আবু তৈয়ব আবদুল্লাপুরী, জাহিদ হোসাইন প্রমুখ।

প্রতিনিধিদলটি মাদ্রাসার পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি এবং সন্ত্রাসবাদ সম্পর্কে মাদ্রাসার দৃষ্টিভঙ্গিসহ ধর্মীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়, ইসলাম কখনো সন্ত্রাসবাদ এবং অন্যের ওপর অন্যায় হস্তক্ষেপ ও আগ্রাসন সমর্থন করে না। এ দেশের কওমি মাদ্রাসাগুলো উন্মুক্ত পরিবেশেই কুরআন-হাদিসের শিক্ষাক্রম পরিচালনা করছে। অমূলক সন্দেহ পোষণ না করে যে কারো এখানকার পরিবেশ-পরিস্খিতি দেখে ধারণা লাভ করার সুযোগ রয়েছে। পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি মাদ্রাসা মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করেন।

তারা মাদ্রাসার লেখাপড়ার মান,সুষ্ঠু পরিবেশ ও শান্তিপূর্ণ কার্যক্রমের প্রশংসা করে আবু সাঈদ যশোরী ০১৭২৬২৭৫৬৬৫/০১৯১৮৬২০০০৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.