আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা ও জীবন

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

কবিতা ও জীবন কারো কাছে কবিতা খুব প্রিয়, কবিতা তার জীবন এর অংশ,তার জীবন বোধ, কবিতা জীবন দুটোরই নদীর সাথে মিল আছে......... কবিতা ছন্দ ময়, জীবন ছন্দ ময় কবিতা মানে, কোনো এক নিস্তব্দ দুপুরে মন খারাপ করা কিছু স্মৃতির পাহাড় .............. একাকী বিকেলে ক্রদনরতা কিশোরীর মনের গোপন দুঃখ .. কবিতা মানেই মেঘের ভেলায় উড়ে বেড়ানো কবিতা মানেই বৃষ্টির শব্দে খুঁজে পাওয়া জীবনের গান, যে কবিতা লিখতে জানে..সে দুঃখ কে বরণ করে নেয় নিজের সাথে আমার কাছে দুঃখ বোধের নাম কবিতা ,ভালবাসার নাম কবিতা............... কবিতা মানে একরাশ নীল, এক মুঠো মেঘ সবুজ ধানের ক্ষেতে ঘুরে বেড়ানো উচ্ছল কোনো তরুণী তার খিল খিল হাসি যে জীবন এর উত্থার -পতন এসব কিছুই জানে না........... কবিতা মানে চুপ হয়ে বসে প্রহর গোনা আমার কাছে দুঃখ বোধের নাম কবিতা ,ভালবাসার নাম কবিতা.. .কবিতা মানে, এক রাশ দুঃখ বোধ, যা ঝড়ে পরে কান্না হয়ে, কবিতা মানে ঘাসের উপর এক ফোটা বৃষ্টি !!!!! কবিতা মানে দিগন্ত ছুয়ে থাকা............, আমার প্রিয় কবিতা রা ক্রমশই হারিয়ে যাচ্ছে.......... রবিঠাকুর নজরুল জীবনানন্দ্দ মানেই কবিতা কখনো কবিতা হয়ে উঠে কথোপকথন, কখনো বা কেবল একটি প্রশ্নবোধক চিন্হ, জীবন কি বা কেনই বা এই বেচে থাকা...... !!!!! বন্ধুগণ ক্ষমা করবেন আমি কবি নই...........কেন যেন একাকী এসব কিছু মন এ হলো লিখে ফেললাম ভুল হলে ক্ষমা প্রাথী আমার কবি বন্ধুদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি .

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.