আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার বক্তব্য, একেএম ওয়াহিদুজ্জামান এর বিশ্ল্বেষন এবং এই অধমের কিছু কথা

খালেদা জিয়ার বক্তব্যে আমার অনেক জাতীয়তাবাদি দল সাপোর্ট করা বন্ধুদের কাছেই হতাশার কথা শুনেছি। আমিও হতাশ হয়েছি। কিন্তু ফেইসবুকে একেএম ওয়াহিদুজ্জামান নামের এক ভদ্রলোকের লেখা পড়ে কৌতুক বোধ করলাম। নিচে তার লেখার ও আমার জবাব একই সাথে দিলাম যেন পড়তে সুবিধা হয়। ভুল ত্রুটির জন্য অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি কাউকে আঘাত দেবার জন্য এই লেখা লিখছি না। আমার কথা এত আমলে নেয়ারও কিছু নাই। যার ভালো লাগে পড়বেন; যার ভালো লাগে না পড়বেন না। উপসংহারঃ খালেদা জিয়ার এই বক্তব্য যাদের পছন্দ হবে না, তারা কখনোই বিএনপির সমর্থক বা ভোটার ছিলেন না, ভবিষ্যতে হবেন এমন কোন সম্ভাবনাও নাই। দেশের মোট জনসংখ্যার কমবেশি ১% ফেসবুক বা ব্লগ ব্যবহারকারীকে টার্গেট না করে উনি সমগ্র দেশের সাধারণ মানুষকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন।

যারা সরকারের বিবিধ ব্যর্থতাকে আড়াল করার জন্য যুদ্ধাপরাধ ইস্যুকে একমাত্র অবলম্বন করে বসে আছেন তাদের কাছে এই বক্তব্য কাঁটা ঘায়ে নুনের ছিটার মতই অসহ্য মনে হবে। আর যারা যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি দেশে বিরাজমান অন্য সকল সমস্যাকেও সমাধানের তালিকায় রাখেন, তাদের কাছে এই ভাষন অবশ্যই ভালো লাগবে। আমার কথাঃ খালেদা জিয়ার এই বক্তব্য যাদের খুব পছন্দ হবে তারা হয়তো বিএনপি-র সমর্থক বা ভোটার কিন্তু তারা সত্যিকারের একাত্তরের চেতনায় বিশ্বাসী কিনা এই নিয়ে আমার সন্দেহ আছে। জী জনাব খালেদা জিয়া যে ফেইসবুক বা ব্লগের ১% লোকজনকে যে টার্গেট করে নাই এইটা আমরা খুব ভালো করে বুঝেছি। জামায়াত শিবিরের তান্ডবে দেশ এখন এক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে।

আমরা আশা করেছিলাম খালেদা জিয়ার বক্তব্যে এই অবস্থার কিছুটা লাঘব হবে। কিন্তু ম্যাডামের বক্তব্য অগ্নিতে ঘৃতাহতির মত মনে হয়েছে। জামায়াত শিবিরের দুই দিনের হরতালের সাথে উনি আরো একদিন হরতাল ডেকে একদিন যেমন জামায়াত শিবিরের প্রতি তার নগ্ন সমর্থন প্রকাশ্যে প্রকাশ করলেন তেমনি দেশকে আরো অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিলেন। কে সঠিক সে ভুল তা সময়েই ঠিক করবে। ওয়াহিদুজ্জামান সাহেব নাকি পুরা বক্তব্য পড়ে জামায়াত শিবিরের পক্ষে কোন বক্তব্য পান নাই।

দেশের চলমান সহিংসতার জন্য জামায়াত শিবিরের কোন দোষ না দিয়ে উনি পুরা দোশ দিয়েছেন সরকারের; জামায়াত শিবিরের প্রোপাগান্ডা শুনে বলছেন ধর্ম অবমাননাকারীদের নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে; জামায়াত শিবিরের সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারটা চেপে গেছেন; সাঈদীর রায়ের প্রতিবাদে জামায়াত শিবিরের দুই দিনের সাথে আরো একদিন হরতাল দিয়েছেন। তাও নাকি ওয়াহিদুজ্জামান খালেদা জিয়ার বক্তব্যে জামায়াত শিবিরের পক্ষে কোন বক্তব্য খুজে পান না। মাইল্রা আমারে মাইল্রা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.