আমাদের কথা খুঁজে নিন

   

সরকার ও বিরোধী দল



একটি দেশের জনগনই সকল ক্ষমতার অধিকারী। গনতান্ত্রিক দেশের গনতন্ত্র রচিত হয় জনগনের সার্বিক উন্নয়নের জন্য কিন্তু আমাদের দেশের গনতন্ত্র রচিত হয় সরকারের পক্ষ উন্নয়নের জন্য। দেখুন আড়িয়াল বিলের তালবাহানা। ঐ খানে বিমান বন্দর স্থাপন করার কি কোন দরকার আছে? এতে জনগনের উন্নয়ন কোথায়? বিমান বন্দর স্থাপিত হলে সরকারের নাম হবে। এমন কি সরকারের বাপের নামেও হতে পারে।

তেমনি পারে সরকার প্রধান ব্যক্তির নামে অথবা মৃত পরিবারের কারো নামে। হয়তো কার্যক্রম চলা কালে কিছু শ্রমিক শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করবে কিন্তু তাতে কি হবে। জীবনের উন্নয়ন কি ঘটবে? না ঘটবে না। তারচেয়ে সরকার বাজেটকৃত টাকা অন্যন্য বিমান বন্দরে ব্যয় করে আধুনিকায়ন করলেই ভাল হবে। এবং কিছু টাকা ভাগ্যহত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ব্যয় করলে সেটা ভাল হবে কিনা ভেবে দেখতে পারেন।

তাছাড়া আরো বলবো পরির্তন নীতি বদলান। নিজের নাম প্রচারের জন্য এভাবে ক্ষমতার অপব্যবহার না করে নিজের টাকা ব্যয় করুন। নিজের টাকা দিয়ে বিমান বন্ধর স্থাপন করুন। তারপর ইচ্ছামত যা ইচ্ছা তাই করুন। কিন্তু জনগনের টাকা দিয়ে জনগনের ভাগ্য নিয়ে খেলা করবেন না।

আড়িয়াল বিলে বিমান বন্ধর স্থাপনের সিদ্ধান্ত যদি সটিক হতো তাহলে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকতেন। সিদ্ধান্তটা ভুল ছিল বিধায় আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু আপনার বা সরকারের বিপক্ষে বলছি না। সেরেফ সময়ের কথা বলছি।

আমিও চাই দেশের্ উন্নয়ন হোক কিন্তু জনগন যে টা না চাই সেটা করবেন না প্লিজ্। তাতে জনগনের আস্থা হারাতে হয়। বিরোধী দলকে বলবো। হরতাল দিবেন না। সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করুল দেশের স্বার্থে ব্যক্তি সার্থ বাদ দিন।

জনগনের কথা ভাবুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.