আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় অবতরণিকা

"

সামহোয়ারইন ব্লগে এটা আমার প্রথম লেখা। কথাটা খুবই বোকা বোকা, কারণ সবাই দেখতেই পাচ্ছে এটা আমার প্রথম লেখা। কিন্তু কি করব, বলার লোভ সামলাতে পারলাম না। ব্লগে আমার এ অ্যাকাউন্ট খুলেছিলাম পাঁচ মাসেরও বেশি সময় আগে। মূলতঃ অন্যদের লেখাতে মন্তব্য করব ভেবেই এটা করা। কারণ আমার লেখালেখির অভ্যাস নেই মোটেই, যদিও কাজটা আমার খুব লোভনীয় মনে হয়; নিজের মনের কথা নিজের ভাষায় প্রকাশ করার মত ভাগ্য ক'জনের হয়? ব্লগ পড়ি আরো অ-নে-ক আগে থেকেই, এত ভাল ভাল লেখা, মন্তব্য করতে ইচ্ছে হত খুব, অথচ এসেই কি দেখলাম? নিজে না লিখলে নাকি মন্তব্য করা যাবে না! যাই হোক, থমকে গেলাম তখনি, আর প্রথম লেখা প্রসব করলাম আরো ৫ মাস ২ সপ্তাহ পর.. এতদিনে ব্লগ হয়ে পড়েছে আমার সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি। মাথার ভিতর দিনরাত যে চিন্তার পোকারা কিলবিল করে মরে, মনটাকে করে রাখে ইতস্তত বিক্ষিপ্ত, তাদেরকে সময়ের সুতোয় বেঁধে ফেলার ছোট্ট একটা ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয় এই লেখালেখিকে, আর ব্লগিং একে কতোটা আকর্ষণীয় করে তোলে বলাই বাহুল্য... সবাইকে বৃষ্টিভেজা ব্লগিং-এর শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.