আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় আদালত



ব্লগে লাগে ধুমধাম- নেই কোন স্বস্তি, পলুদার আচরণ একদম বস্তি?!! পলু বলে - ওরে ভাই তোরা সব থাম থাম, জানা নেই শোনা নেই! তার কথা কি দাম? পাখি বলে বেশ তবে, এই নাও হাতে নাতে; ভেবেছ কি ছেড়ে দেব? দে মার পেটে ভাতে দাড়িওয়ালা ছাগু এক ভগবান রজনীষ দেখে সব নেতাদের হাত করে নিশপিষ। লেখা পড়ে গাল লাল বালিকারা লজ্জায়। সব নারী চুপচাপ হয়তো বা ভয় পায়! পলু মারে জোড়া তালি মনে জাগে সন্দ; সুশীলেরা বলে কম, মনে খুব দন্দ্ব! পাখি তার তীর ছুঁড়ে হয় লা পাত্তা; যদি সব হাছা হয়? ভয়ে কাঁপে আত্মা। চোরকাঁটা বলে, "উরে যুক্তির পথে আয়; বুঝে শুনে না করিলে পস্তাবি হায় হায়।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.