আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিক্স রে আজ বড়ই প্রয়োজন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা কান্ড গত হল ৩৮৬ দিন । আজও এর কোন কুল কিনারা হল না। সাংবাদিক ভাই গন অনেক চিল্লা চিল্লি করে এখন ক্লান্ত হয়ে ক্ষ্যামা দিছেন। ক্ষ্যামা না দিয়ে যে আর উপায় নাই, যেভাবে দেশে একের পর এক নতুন নতুন ইস্যু তৈরী হইতাছে তাতে পুরান ইস্যু নিয়া পড়ে থাকলে তো আর পেটে ভাত জুটবো না। সরকার কে অনেক আল্টেমেটাম দেওয়া হল, অনেক হুমকি ধামকি দেওয়া হল তার পরও কিছুর কিছুই হইল না।

প্রতিটা প্রানের অনেক মূল্য, তবে সাংবাদিক দম্পতির এভাবে নৃশংস ভাবে খুন হয়ে যাওয়াটা খুবই মর্মান্তিক। হত্যা কান্ড হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তৎকালী স্বরাষ্ট্রমন্তী সাহারা খাতুন দেশবাসীর কাছ ৪৮ ঘন্টার সময় চেয়ে ক্ষনীদের গ্রেফতারের কথা বলেন। কত ৪৮ ঘন্টা যে পার হল কিন্তু তেমন কোন অগ্রগতি হয়নি। এদিকে তিনি পদত্যাগ করলেন। নতুন মর্দ সাওয়াল মখা আলমগীর আসলেন।

এসেই পুরানো কথাই নতুন করে আওড়ালেন। ৪৮ ঘন্টা আর ৭২ ঘন্টার আল্টিমেটাম নতুন করে ঘোষনা করলেন। আর কাজের কাজ কিছুই করতে পারলেন না। এরপর একের পর এক ঘটতে থাকে ঘটনা। হিন্দু ছেলে কুমার বিশ্বজিৎ হত্যা কান্ড সমগ্র জাতি দেখল টেলিভিশন এর পর্দায় পর্দায়।

এত কোবাকোবি দেখলাম অথচ সরকারী ময়নাতদন্তে রিপোর্ট এলো কোন কোবাকোবির চিন্হই নেই। । এর পর শাহবাগের মোড়ে আন্দলন করা ব্লাগার রাজিব ওরফে থাবা বাবার নৃশংশ হত্যা কান্ড। এখানে তো আর ময়না তদন্ত ওয়ালারা বলতে পারবে না যে, কোবাকোবির চিন্হ নাই। তার পরও এই হত্যা কান্ডের অগ্রগতি তেমন একটা হয়নি।

যদিও মাননীয় প্রধান মন্তী থাবা বাবার বাসায় ও সংসদে এ নিয়ে ব্যপক সরগরম ছিলেন। শুধু তাই নয়, থাবা বাবার হত্যা কান্ড হওয়ার পর তিনি মিরপুরে থাবা বাবার বাসায় বসে সরাসরি দুষলেন জামায়াত শিবিরকে এবং তাদেরকে খুব শিগ্রই নিষিদ্ধের অঙ্গীকার ব্যাক্ত করলেন। যদিও পুলিশ বা সি আইডির কোন তদন্তে তখনো কোন কিছু প্রমানিত হয়নি। জাতির এহেন ক্রান্তি লগ্নে আমাদের এখন এই মুহুর্তেই সব চেয়ে বেশী প্রয়োজন একজন উইকিলিক্স এর যে, এই সমস্ত কিছুর গোপন তথ্য ফাঁস করে দিবে। আমরা আর অন্ধকারে থাকতে চাই না।

অন্ধকে হাতি দেখানোর মত করে আমাদেরকে আর কতকাল অন্ধ থেকে যেতে হবে তা জানি না। সরকারের দায়িত্ব হল এগুলোর সুষ্ঠ তদন্ত করা। আর সরকার যখন পুরোপুরি ব্যার্থ তখন জনগনকেই হতে হবে উইকিলিক্স। আর সেই প্রত্যাশায় চেয়ে রই কবে আসবে আমাদের সেই উইকিলিক্স। তবে মনে হয় আমরা পেয়ে গেছি আমাদের কাংখিত সেই উইকিলিক্সকে আর বেশী সময় হয়তো আমাদের আর অপেক্ষা করতে হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.