আমাদের কথা খুঁজে নিন

   

চলতি সপ্তাহে গ্রেফতার হতে পারেন উইকিলিক্স প্রধান

বৃস্টি বিহীন বৈশাখ

মার্কিন গোপন নথি প্রকাশ করা উইকিলিক্স প্রধান জুলিয়ান অ্যাসেঞ্জ চলতি সপ্তাহেই গ্রেফতার করা হতে পারে। ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হবে বলে এক সংবাদ মাধমে জানা যায়। এদিকে, জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে প্রেফতারি পরোয়ানা জারি করেছে সুইডেন। সে কারণে ইন্টারপোল তাকে আটকের জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষেয়ে একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই আটক হচ্ছেন জুলিয়ান।

৩৯ বছর বয়সি এ অস্ট্রেলীয় নাগরিক বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। জুলিয়ানের আইনজীবী মার্ক স্টেফেনস বলেছেন, গত আগস্টে দুই নারীকে ধর্ষণের অভিযোগে অ্যাসেঞ্জের বিরুদ্ধে সুইডেন আদালতে একটি মামলা করা হয়। পরে সেপ্টেম্বরে সেই মামালা থেকে অ্যাসেঞ্জকে সে দেশের প্রধান আইন কর্মকর্তা অব্যাহতি প্রদান করেন। কিন্তু সুইডিস এক রাজনৈতিক হস্তক্ষেপে সে মামলাকে নতুন করে পুনর্জীবিত করা হয়েছে। যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তাই অ্যাসেঞ্জকে গ্রেফতারের পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।