আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের সঙ্গে যত মজা!

এ জগতে মানুষ কারা

গুগলের সঙ্গে যত মজা! — গুগলের ডিগবাজি দেখতে চান? এর জন্য প্রথমে Google.com-এ যান। এরপর সার্চ-এ লিখুন—Do a barrel roll. এর পর একটু অপেক্ষা করুন। তবে সাবধান, আপনিও যেন গুগলের মতো ডিগবাজি না মারেন। — প্রথমে Google.com-এ যান এবং সার্চ বাক্সে Zerg rush লিখে এন্টার দিন। এবার ১০ সেকেন্ড অপেক্ষা করুন।

কী দেখছেন? মনে হচ্ছে, গুগল তো শেষ হয়ে গেল! — Google.com-এ গিয়ে নির্ভুলভাবে Google Gravity trick লিখুন। এর পর সার্চ দিন এবং প্রথম এ যে লিঙ্ক পাবেন তাতে ক্লিক করুন। দেখেন তো কী হলো। গুগল মামার দেখি সবকিছু নিচে পড়ে গেছে! — আপনার গিটার বাজানোর শখ, কিন্তু গিটার কেনার টাকা নেই। তাতে কি! গুগলে গিটার বাজাবেন।

এর জন্য কিন্তু টাকা লাগবে না। প্রথমে গিটার http://www.google.com/logos/2011/lespaul.html লিংকে যান। এর পর মনের সাধে মজা করে মাউস আর কি-বোর্ড দিয়ে গিটার বাজান। চাইলে আপনি রেকর্ডও করতে পারেন। এই অসাধারণ গিটারটি Les paul-এর ৯৬তম জন্মবার্ষিকীতে চালু করেছিল গুগল।

— আবার Google.com-এ যান। এবার Askew লেখেন। এবার ওয়েবসাইটের ডান দিকে তাকান। কী দেখলেন? মজা পাচ্ছেন তো? — গুগলের ডিগবাজি দেখতে চান? এর জন্য প্রথমে Google.com-এ যান। এরপর সার্চ-এ লিখুন—Do a barrel roll. এর পর একটু অপেক্ষা করুন।

তবে সাবধান, আপনিও যেন গুগলের মতো ডিগবাজি না মারেন। — প্রথমে Google.com-এ যান এবং সার্চ বাক্সে Zerg rush লিখে এন্টার দিন। এবার ১০ সেকেন্ড অপেক্ষা করুন। কী দেখছেন? মনে হচ্ছে, গুগল তো শেষ হয়ে গেল! — Google.com-এ গিয়ে নির্ভুলভাবে Google Gravity trick লিখুন। এর পর সার্চ দিন এবং প্রথম এ যে লিঙ্ক পাবেন তাতে ক্লিক করুন।

দেখেন তো কী হলো। গুগল মামার দেখি সবকিছু নিচে পড়ে গেছে! — আপনার গিটার বাজানোর শখ, কিন্তু গিটার কেনার টাকা নেই। তাতে কি! গুগলে গিটার বাজাবেন। এর জন্য কিন্তু টাকা লাগবে না। প্রথমে গিটার http://www.google.com/logos/2011/lespaul.html লিংকে যান।

এর পর মনের সাধে মজা করে মাউস আর কি-বোর্ড দিয়ে গিটার বাজান। চাইলে আপনি রেকর্ডও করতে পারেন। এই অসাধারণ গিটারটি Les paul-এর ৯৬তম জন্মবার্ষিকীতে চালু করেছিল গুগল। — আবার Google.com-এ যান। এবার Askew লেখেন।

এবার ওয়েবসাইটের ডান দিকে তাকান। কী দেখলেন? মজা পাচ্ছেন তো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।