আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের ক্রোম ! কেন ?

যুদ্ধ কিংবা বন্ধুত্ব, ক্ষমতাই প্রকৃত শক্তি
কিছুদিন আগে সম্ভবত পড়েছিলাম যে গুগল তার সার্চ ইঞ্জিনের একটা রেডিকাল চেঞ্জ আনতে যাচ্ছে । এ চেঞ্জের ফলে গুগল এখন প্রায় প্রতিটি ইউজারের প্রেফারেন্সের ভিত্তিতে সার্চ রেজাল্ট দেখাতে পারবে । যদিও আমি অতো টেকসেভি না তার পরেও চেস্টা করবো গুগলের নতুন আইডিয়া কে ব্যাখ্যা করতে ও এর সাথে নতুন ব্রাউজারের সম্পর্ক কি তা তুলে ধরতে । আমরা সার্চ ইঞ্জিন ইউজ করি প্রয়োজনীয় তথ্য খুজ়ে পেতে । এখন আমি যদি বিশেষ ধরনের সার্চ করি যেমন “report” “migrant” “worker” “Bangladesh” “KSA” তাহলে কি হবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে এমন সব পেজ আসছে যা আদতে আমার কোন কাজ়ে লাগবে না ।

হয়তো সব গুলা কি অয়ার্ড আছে কিন্তু পেজটা কোন এক রিক্রুটিং এজেন্টের পেজ । হয়তো আমাকে ১ ২ ঘন্টা সময় ব্যয় করতে হবে একটা রিপোর্ট খুযে পেতে যা বাংলাদেশের শ্রমিক, সৌদি প্রবাশীদের নিয়ে লেখা । এইযে গুগল আমাকে রেজাল্ট দিচ্ছে তা করছে আমার দেয়া কি ওয়ার্ড , তার নিজের তৈরি ওয়ার্ড ইন্ডেক্স , তার তৈরি পেজ রেঙ্ক ইন্ডেক্স আর হয়তো আরো কিছু ইন্ডেক্সের ভিত্তিতে । “how search engine works” এ লেখাটা কপি করে গুগলে সার্চ করে দেখেন । আর এই সব ইন্ডেক্সের ভিত্তিতে করা রেজাল্ট আপনার পছন্দ নাও হতে পারে কারন এর অনেক গুলা ইঞ্জিন কিভাবে কাজ করে তার পরিপূর্ণ ব্যাখ্যা দিচ্ছে না ।

অথচ আপনার দরকার সেটাই , যা আছে উকিপিডিয়ার পেজে । (আমার রেজাল্টে ৫ নম্বর ) তাহলে দেখা যাচ্ছে গুগল আমাদের যে রেজাল্ট দেয় তা এভারেজ হতে হায়ার এভারেজ রেজাল্ট। এবং গুগলে এই ইন্ডেক্স যতো বড় হবে তার রেজাল্টের মান এভারেজ হতে থাকবে । এতোদিন যা হতো , গুগল চেষ্টা করেছে ইউজারদের সবচেয়ে কাছাকাছি থাকার । সবসময় হায়ার এভারেজ রেজান্ট দিতে ।

যেহেতু ইন্ডেক্স বৃদ্ধি পাচ্ছে তারাও চেষ্টা করলো করলো ডাইভারসিফাই করার যেমন “http://www.google.com.bd/” । এতে গুগলের যে লাভ হবে বলে ধারনা ছিল তা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ইন্ডেক্স তৈরি করা । কিন্তু এ ধারনার একটা সমস্যা হলো আমেরিকানদের ইউনিভারসালিজম । তাদের ধারনা আমরা যেভাবে সার্চ করি সারা পৃথিবীতে একই ভাবে সার্চ করে । আমরা নিজের দেশের কন্টেন্ট সার্চ করি বেশি সো সারা পৃথিবীতে ও কমবেশি নিজের দেশের কন্টেন্ট সার্চ করবে ।

কিন্তু অনেক দেশেই দেখা যায় যে মানুষ মূল গুগল ব্যবহার করছে । আমরা বাংলাদেশের মানুষেরা যেমন গুগলের .bd অল্প কজনই ব্যাবহার করি , তেমন অন্য দেশেও । ফলে অন্য দেশের সার্চ pattern প্রজেকসন অনুযায়ী ইন্ডেক্সিং প্রোফাইল তৈরি হচ্ছে না । এ সমস্য হতে উত্তোরনের জন্য কি করা যেতে পারে ? গুগল ইঞ্জিনিয়ারদের এ প্রব্লেমের সমাধান ছিল , এমন কিছু করা যাতে প্রতিটি উইজারের সার্চ প্যাটার্ন, ইন্টারনেট ব্যাবহারের প্যাটার্ন জানা , সে কোন পেজ়ে বেশি সময় থাকছে তা জানা , সে অনুযায়ী সার্চ রেজাল্ট প্রভাইড করা । যেহেতু IE প্রায় ৭৫ % ইউজার ব্যাবহার করে আর কোন ব্রাউজার দিবে না তাদের ব্রাউজারে কোন মডিউল এড করতে, যা সবসময় ব্যাবহারকারীর তথ্য পাঠাতে থাকবে , সেটা তখন ম্যাল ওয়ার , ফিসিং হয়ে যাবে।

সো ইঞ্জিনিয়াররা তৈরি করল “ক্রোম” যা গুগলের সাথে ইন্টিগ্রেট হবে , তথ্য পাঠাবে , ইউজারের প্যাটার্ন অনুযায়ী রেজাল্ট দেখাবে । আমি মনে করি যারা ক্রোম ব্যবহার করতে চান তারা ফাইনাল আসার সাথে সাথে ব্যবহার করতে পারেন । যেহেতু গুগলের প্ল্যান প্রতিটি ব্যবহারকারীর প্যাটার্ন অনুযায়ী সার্চ রেজাল্ট প্রোভাইড করার তাই শুরু থেকে আপনি ব্যবহার করলে আপনার প্যাটার্ন গুগলের ইন্ডেক্সে জমা হতে থাকবে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।