আমাদের কথা খুঁজে নিন

   

পুনরায় সেফ হওয়া উপলক্ষে ৩ টি জোক্স ( ১৮হাত+ এন্টেনা আবশ্যক)

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই

(প্রায় একসপ্তাহ জেনারেল থেকে আজ আমি আবার সেফ হ্লাম। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ। এরকম কোথিন মদারেশন সর্বদা কাম্য। আর যারা আমাকে নিরন্তর সমর্থন দিয়ে গেছেন এবং সহানুভূতি জানিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অনেকের ভালোবাসাজনিত দাবীর কারনে আমার প্রোপিক আবার আগের মত করে দিলাম।

) আমার শোনা সবচেয়ে রোমান্টিক গল্পঃ কুদ্দুসের বৌ ঃ হুনছো! তোমার পোলায় ভাত খাইবোনা মাছ ছাড়া। তুমি একটু জাল নিয়া বিলেরতে একটা ছোড খাড মাছ ধইরা আন। তুমি লেঞ্জা খাইবা আর পোলায় মাথা খাইবোনে। আমি ঝোল দিয়াই খামুনে। কুদ্দুস বেড়ার পাশে ঝুলানো জালটা কাধে নিয়ে বৌয়ের দিকে তাকিয়ে আহ্লাদি স্বরে বলে,ঃ তুমি আগে এক টুকরা নেও তাইলে যামু! ছাগলের গল্পঃ এক ছাগশিশু আর বাবা ছাগুকে বলেঃ " ড্যাডি! আমার জন্ম কিভাবে?" ছাগু উত্তর দেয়ঃ " বাজান! অনেক দিন আগে আমি এক মাঠে ঘাস খেতে যাই।

ওখানে তোমার মা এর সাথে দেখা। তারপরই তোমার জন্ম"। এবার ছাগ শিশু আর মা ছাগীকে জিজ্ঞ্যেস করে,ঃ " মাম্মি! আমার জন্ম কিভাবে?" ছাগী জবাব দেয়,ঃ বাবা! একদিন আমি এক মাঠে ঘাস খাচ্ছিলাম। তখন এক হরিনের সাথে দেখা। আতপর তোর জন্ম।

" বাচ্ছা ছাগুটা প্রতিবাদ করে,ঃ" কিন্তু ড্যাড বলল যে তার সাথে দেখা হওয়ার পর আমার জন্ম!!" ছাগী তখন হেসে বলল," তোর বাপ ছাগু আজীবন ছাগুই রয়ে গেল। " এবার একটা কড়ড়া ১৮+ঃ সেই গরম তাওয়ায় পরটা ভাজার গল্পটা (পুরাটা বলার সাহস পাইলাম্না। জাস্ত মনে করায় দিলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।