আমাদের কথা খুঁজে নিন

   

পুনরায় আহ্ববান



আগেও একবার আহবান জানিয়ে ছিলাম একটা সংগঠনের জন্য। এ দেশের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য। গৃহহীন, বস্ত্রহীন, খাদ্যহীন গরীব মানুষের পাশে দাড়াতে চাই। এদের জন্য কিছু করতে চাই। আমাদের সোনার দেশটাকে সুন্দর করতে চাই।

জঞ্জাল, আবর্জনা দুর করতে চাই। কেউ কেউ সাপোর্ট করেছিলো কিন্তু এগিয়ে আসেনি। সবাই পাশে ছিলো কিন্তু দুর থেকে কাছে এমনই হয়। আমরা ইচ্ছে করলে জেলায় জেলায় এর কার্যক্রম শুরু করতে পারতাম। কিন্তু করব না কারন বাংগালী বলতে উস্তাদ করতে নাই।

এখানে বলা হোক একটা মেয়ে ধর্ষন হয়েছে অথবা এসিডদগ্ন হয়েছে দেখা যাবে ফুলঝুরির মতো মন্তব্য পড়ছে, খাইয়া ফালামু, ফাসি চাই কিন্তু সামনে এনে বলা হোক মন্তব্য করুন তখন হয়তো বলবে ইয়ে মানে আমি তো দেখিনি তবে যেই করুক ভাল করেনি। স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম তার কারন একাত্ত্বতা, সাহস এবং দেশের জন্য দেশের মানুষের জন্য ভালবাসা বর্তমানে আমরা নিজেরা নিজেদের কে ভালবাসতে পারিনা মানুষকে কি ভালবাসব? আমাদের দেহে প্রাণ আছে কিন্তু বুকে সাহস নাই, অনুভূতি আছে প্রকাশ করার ক্ষমতা নাই। নেতারা বড় বড় কথা বলেন কিন্তু বাস্তবে তাদের যে কথাগুলো দিয়েছেন তার মুখোমুখি করা হলে মুখ লুকাবার জায়গা পাবেন না। ১৮ই ফেব্রুয়ারী সিলেট জেলা জজকোর্ট এ একটা বিচার হলো শুনলাম এক মহিলা তার স্বামীর লজ্জাস্থান কেটে ফেলেছে এই নিয়ে একটা রায় হলো বাদিকে জিজ্ঞেস করা হলো আপনার স্ত্রী কেন এমন করলো বাদী বলল আমি জানিনা। হঠাৎ ও পাগলামো করে কাছি দিয়ে কেটে ফেলেছে আমার চিৎকার শুনে আমার ভাইরা আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং আমার স্ত্রীকে ঘরে আটকে রাখে পরে পুলিশ গ্রেফতার করে।

মহিলাকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এমন করেছেন মহিলা বলল, হুজুর আপনার হাতে যে কলমটা আছে তার যদি কালি শেষ হয়ে যায় আপনি কি করবেন? আদালত জবাব দিল, ফেলে দেব। মহিলা বলল- তেমনি আমার স্বামীর কলমে কালি নেই এটাকে রেখে কি লাভ ফেলে দিলাম। পরে কি হয়েছে অবশ্য খবর পাইনি কিন্তু শুনে ভাল লাগল আমাদের সমাজের এইসব কালিহীন কলমদের ফেলে দেওয়াই উচিৎ। কথায় আছে দূর্বল বন্ধুর চেয়ে চালাক শত্রু অনেক ভাল। অযথাই বক বক করছি জানি ব্লগে ইদানিং সবাই খবর নেবার জন্যই আসে অথবা মজা করতে আসে কিন্তু কাজের কাজ জানামতে মনে হয় শুধু হাসান ভাইরা করেছেন যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে গণস্বাক্ষর আরতো কোন কাজ হয়েছে বলে মনে হয় না।

ব্লগকে স্মরণীয় করে রাখতে অমর করে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে আমাদের কিছু একটা করা উচিৎ প্লিজ এগিয়ে আসুন মানুষের জন্য দেশের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।