আমাদের কথা খুঁজে নিন

   

পুনরায় শোক দিবস প্রসন্গ



একটি বিষয়ে না লিখে পারলাম না। আজকের খবরের কাগজের শিরোনামের একটি অংশে হঠাৎ চোখ আটকে গেলো। নোয়াখালীর জনৈক সংসদ সদস্যের দানে ( মুল দাতা) ১৫০ টি গরু ও ৩৫০ টি ছাগল সাথে আবার ভাত ও অন্যান্য পদ সহ খাবারের আয়োজন করা হয়েছে। পাঠক আসুন আনুমানিক অর্থের একটা হিসেব করি। ২০,০০০ টাকা একটি গরু ও ৫০০০ টাকা একটি ছাগল ধরে কেনা বাবদ দাড়ায় ৪৭,৫০,০০ আর রান্না করা এবং ভাত ও অন্যান্য খরচ আনুমানিক আরো ৪০,০০,০০০ টাকা।

মোট হিসেব করলে সত্যি অবাক লাগে এই বিপুল অর্থের উৎস কি? অথবা কেনই বা এই দরিদ্র দেশে এতটা অর্থ ব্যয় করা হলো। ? ইসলাম ধর্ম মতে মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় নিকট আত্নীয়ারা পড়শী, আত্নীয় এবং গরীব মানুষকে আপ্যয়ন করে। যারা সেইদিন খেতে গেলো তাদের মনে কি এই বিপুল আয়োজনের পিছনে অবৈধ অর্থ অথবা অনৈতিক উদ্দেশ্য অথবা অপ্রান্গিক ভুমিকার প্রশ্ন কি আসেনি? নিশ্চয় ছিল তাদের মনে। তাহলে ধর্মীয় দৃষ্টিকোন থেকে এই আয়োজন অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমি ঘৃণাভরে এই আয়োজনের বিরোধিতা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।