আমাদের কথা খুঁজে নিন

   

বিমান বন্দর: আড়িয়ালে না, পদ্মায় চাই..

টাসকি লাগাইতে চাই.. তাইলেই সকলে বাক হারাইবেন..

জনক সে তো জনকই.. তারে সদা সর্বদা শীর্ষ স্থানে রাখাই তার গুনধর সন্তানের কর্তব্য। সেই কর্তব্যের অংশ হিসাবে যখনই সরকার মাত্র একটা বিলের দিকে হাত বাড়াইছে অমনি জনতার কামড় লাগছে..। বেটা এইটা মনে কর না..? যে তোমারে এত বড় একটা দেশ আইনা দিল তারে একটা বিল ও দিতে পারবা না.. কি অকৃতজ্ঞ বাঙ্গালী..? সরকারের মত উদার হইতে শিখ.. দেখলা না টিপাই বাঁধ দিয়া কেমনে নদী গুলা শুকানোর প্রকল্প হাতে নিছে.. পদ্মা তো এখন পুরাপুরি তৈরী, ছোট খাটো বিলের মধ্যে জাতির পিতার মানসম্মান আটকাইয়া না রাইখা জাতির উচিত পদ্মার উপর বিমান বন্দর বানায়া পিতার নামে নামকরন করা। আড়িয়ালেও বন্দর করা যায়.. তবে ঐখানে সায়দাবাদ বাস বন্দরের শাখা খুইলা তা পিতার পরিবারের অন্য কারো নামে দিলে মন্দ হয় না.. এরপরে ধীরে ধীরে সুরমা, কশিয়ারা, তিস্তার দিকে হাত বাড়ানো যাইব.. অতীত তো অতীত ই, এই পুরান জিনিস মনে রাখার কি কোন দরকার আছে..? কত জায়গায়ই তো আমরা সব অতীত ভুইলা যাই.. কই..? কখনো কোন সমস্যা হইছে..? ব্যাপক লাফাইয়া তারপর ফেব্রুয়ারী পার কইরা ঠিকই তো কথায় কথায় হিন্দি, ইংরেজী কইয়া বেড়াই। বৈশাখ পার কইরা কয় জনই বা বাসায় বুয়ার পান্তায় ভাগ বসায়..? কয়জনই এখন নিজেরে মাছে ভাতে বাঙালী বইলা পরিচয় দেয়..? তেমনি কইরা এখন নতুন ডিজিটালাইজেশনের যুগে নদী মাতৃক বাংলাদেশের নাম পাল্টাইয়া না হয় বিমান বন্দর মাতৃক বাংলাদেশ ই রাখলাম কিই এমন ক্ষতি তাতে..? ফাও ফাও মারামারি..। সব বাদ দিয়া আসো সুর মিলাই.. বিমান বন্দর: আড়িয়ালে না, পদ্মায় চাই..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.