আমাদের কথা খুঁজে নিন

   

আপিল বিভাগে খেলা শূরু হতে যাচ্ছে

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নতুন চার জন বিচারপতিকে নিযোগ দেয়া হবে। এদের মধ্যে আছেন বিচারপতি আবদুল ওয়াহাব, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ইমান আলী। এদিকে এই ৪ বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ চূড়ান্ত করায় চারদলীয় জোট সরকারের আমলে বাদপড়া হাইকোর্ট বিভাগের ১০ বিচারপতি জ্যেষ্ঠতা লঙ্ঘনের শিকার হচ্ছেন। জ্যেষ্ঠতা লঙ্ঘনের শিকার এই ১০ বিচারপতি এই ঘটনার প্রতিবাদে পদত্যাগ করার চিন্তা করছেন বলে সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে।

প্রথমে এই বিচারপতিরা স্বেচ্ছা ছুটিতে যাবেন তারপর অবসরের ঘোষণা দিতে পারেন বলে সূত্র জানায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের শেষের দিকে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া এই বিচারপতিদের চারদলীয় জোট সরকার স্থায়ী না করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করেন। হাইকোর্ট তাদের স্থায়ী বিচারপতি করার নির্দেশ দেয়। তবে তাদেরকে জ্যেষ্ঠতা দেয়া হবে কিনা সে বিষয়টি এখনো ঝুলে রয়েছে। আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ জনের মধ্যে অন্তত দুজন বিচারপতি এই ১০ জনের পরে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সূত্রঃ http://amadershomoy.com/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।