আমাদের কথা খুঁজে নিন

   

আখেরি মোনাজাতে ঐক্য ও শান্তি কামনা

CCNA, BUET

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে গতকাল রবিবার শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগতীরে দুপুর ১২টা ২৫ মিনিটে শুরু হয়ে ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ আখেরি মোনাজাত চলে। এ সময় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির কণ্ঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় ইজতেমাস্থল। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ মারকাজের মজলিসে শুরার প্রবীণ সদস্য মাওলানা যোবায়রুল হাসান। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয় ২৮ জানুয়ারি শুক্রবার। এর আগে ২১ জানুয়ারি শুরু হয়ে ২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারই প্রথম দুই পর্বে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। গতকালের আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী অংশ নেননি; তাঁরা প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.