আমাদের কথা খুঁজে নিন

   

রোবটিক বাউল আমি - অদ্ভুত এক ভুল মানুষ

------
“রোবটিক বাউল আমি - অদ্ভুত এক ভুল মানুষ” -হাসান ইকবাল কথা হচ্ছিল ফেসবুকে - পুরনো এক বন্ধুর সাথে পুরোদস্তর ইলেকাট্রনিক মিডিয়ার সাংবাদিক, ঝাকড়া চুলে এখনও জটলা বাঁধেনি- প্রোফাইলের ছবিটাই যা কিঞ্চিত বাউল- বাউল মনটাও। অকপটে বলে গেল কত কথা! কেমন আছিস? ...ভালো। বাউল সাজলি কবে থেকে ? ...আজ থেকেই। কেনো ? ..সেটা একটা প্রতারনা- ব্যস্ততাকে পাশ কটানোর জন্য- দুঃখে চোখের জলকে শুকিয়ে ফেলার জন্যে । আর কিছুই না! তো বিয়ে করছিস কবে- বিয়ে! বিয়েটাই কি মানুষের সারা জীবনের আরাধনা? কি সুখ খুঁজে পাও নারীর প্রেতাত্মায়- যেখানে আমরাই কাব্যের সরস জমিনে জন্ম দেই হাজারো নারীর প্রেম- কামনা-বাসনা- জীবন জগত- সংসার ! তোর কাছে কি নেত্রকোনার লোকসাহিত্য নিয়ে কিছু বই হবে ? ...না হবে না ! এই সব নিয়ে ক’জন লিখে বল। আমি ভাবছি লিখব- - হ্যাঁ লিখিস, ভাল তো, লোক সাহিত্যেও কি প্রেমকে জলাঞ্জলি দিতে পারবি- মহুয়া মলুয়ার সেই প্রেম! -অ্যাবসার্ড, উদ্ভট এক জীবন; নাগরিক যন্ত্রনায় বাউলিয়ানায় ডুবে যাওয়ার প্রবনতায়- আমি রোবটিক রাফ এন্ড টাফ। জীবন থেকে পালানোর জন্য কামনা করি প্রতিনিয়ত আবার ছুটে চলি এক কর্পোরেট লাইফ স্টাইলে- যেখানে দম নেই- শুধু মিছেমিছি দেখি নতুন জীবনের স্বপ্ন- স্বপ্ন- বুনে যাই- বুনে যাই। লেখালেখি করিনা প্রেমও করিনা - প্রেমটা বাসা বেঁধেছে এখন আমার রিপোর্টের খাতায়। সিরিয়াসালি জীবনে কিছুই করা হয়নি- গা ছাড়া এক অদ্ভুত ভুল মানুষ আমি। রচনাকাল: ২০ শে জানুয়ারী ২০১১ মহাখালী, ঢাকা বিকেল ৪:টা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।