আমাদের কথা খুঁজে নিন

   

রোবটিক আইলাবিউ

:আচ্ছা, তোমার কি মনে হয় না যে তুমি একটা গাধা?

: কেন স্যার? একটা বিলুপ্ত প্রাণীর সঙ্গে আমাকে কেন তুলনা করছেন? যদি কমান্ড করেন তবে আমি একবার আমার প্রোগ্রাম স্ট্রাকচার একটা গাধার ডিএনএ'র সঙ্গে তুলনা করে দেখতে পারি।

: অবশ্যই তুলনা করা উচিত। আমি ভেবে পাই না এমন একটা গাধা রোবটকে কী করে আমার স্পেসশিপের সুপারভাইজার ইনচার্জ করলাম।

: স্যার একটু সমস্যা আছে আপনার কমান্ডে। আমার প্রোগ্রাম ম্যানুয়ালে আছে আমি একজন ফিমেইল রোবট।

আপনার উচিত ছিল আমাকে গাধী বলা।

: ঠাসঠাস কথা তো ভালোই বলতে পার। কিন্তু কাজের বেলায় এমন কেন? সামান্য এই ডিভাইসটা ভালো মতো অপারেট করতে পারছ না। তিনবার চেষ্টা করেও আমার ব্রেইনে ঢুকাতে পারছ না। আর তা পারলেও যে নিউরন সিগনালগুলো অকার্যকর করতে বলছি তা না করে সিগনাল ফ্লো আরও বাড়িয়ে দিচ্ছ? আসলেই তুমি একটা গাধা।

আর যে তোমার প্রোগ্রামগুলো ইনস্টল করেছে সে আরও জঘন্য কিছু।

: আরও জঘন্য কিছু কি স্যার?

: সে হইতেছে তেলাপোকা। বিচ্ছিরি, নোংরা আর অরিজিনাল তেলাপোকা। আমাদের স্পেসশিপে যেগুলো আছে সেগুলোর কথা বলছি না। এগুলো রোবটিক আর খুব বুদ্ধিমান তেলাপোকা।

আর যে তোমার প্রোগ্রামগুলো ইনস্টল করেছে সেই হতচ্ছাড়া হলো অরিজিনাল নোংরা তেলাপোকা...

: এখন বকবক বন্ধ কর, আর দ্রুত সেন্সরগুলো লাগাও আমার মাথায়।

: স্যার আমি খুবই দুঃখিত। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি কেন আপনার ব্রেইনের ঐ নিউরন সিগনালগুলো ইনঅ্যাক্টিভ হচ্ছে না।

: তুমি তো সব সময় দুই লাইন বেশি বোঝ। আচ্ছা বল দেখি কী কারণ।

: স্যার, আমি ক্যাটাগরি টেন রোবো। সূক্ষ্ম অনুভূতিও আমি করতে পারি। আপনি যাকে ভালোবাসেন তার স্মৃতিগুলো মুছতে চাইলেও পরে আপনি মত পাল্টে ফেলেন। আমি সিগনাল ডিলিট করলেও আপনি আপনার মস্তিষ্কের পালসার ডিভাইস দিয়ে ডাটাবেজে অটো ব্যাকআপ দিয়ে ফেলেন সেগুলোর। বৃথা চেষ্টা কেন করেন স্যার? আপনি পারবেন না আপনার ভালোবাসার মানুষকে ভুলতে।

: বলছিলাম না যে তুমি আসলেই একটা মহা পাকনা রোবট। দূর হও সামনে থেকে। মেজাজ ভালো না।

: স্যার, কম্পটন প্ল্যানেট থেকে আমরা আর মাত্র চার আলোকবর্ষ দূরে। আমাকে ল্যান্ডিং কমান্ডগুলো বুঝিয়ে দিন।

তারপর আপনি গিয়ে রেস্ট নেন।

 

নিশান রোবটটাকে ল্যান্ডিং কমান্ড বুঝিয়ে দিয়ে কেবিনে চলে আসে। মেজাজটাই খারাপ করে দিল, পাকনা রোবটটা। শালার রোবটও আইলাবিউ বুঝে!

-জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।