আমাদের কথা খুঁজে নিন

   

অবমাননাকর ক্ষুদেবার্তায় হাজার মামলা

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) তথ্য অনুযায়ী ২০১১ সালের তুলনায় ২০১২ সালে এ অপরাধ ১০ ভাগ বেড়েছে।
২০১৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত এ ধরনের প্রায় ৬শ’ অভিযোগ আসে। এ ঘটনা থেকে বাদ যাননি এমপি স্টেলিনা ক্রেসি। তার কাছে আসা অবমাননাকর টুইট নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি টুইটারের সিনিয়র ডিরেক্টর ডেল হারভে টুইটারের নিরাপত্তাসংক্রান্ত এক পোস্টে বলেন, টুইটারের ‘রিপোর্ট টুইট’ নামে একটি সেবা আইফোন অ্যাপে চালু করা হয়েছে। শীঘ্রই অ্যান্ড্রয়েড অ্যাপসহ ডেস্কটপে এ সুবিধা বিস্তৃত করা হবে।
এদিকে টুইটারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন মহল থেকে আহ্বান করা হচ্ছে। এতে ‘রিপোর্ট অ্যাবিউজ’ নামে একটি বাটন যুক্ত করার জন্য অনলাইনে চলে স্বাক্ষর সংগ্রহ অভিযান। মঙ্গলবার সকাল পর্যন্ত ৭১ হাজার জন ‘রিপোর্ট অ্যাবিউজ’ নামে বাটন যুক্ত করার পক্ষে স্বাক্ষর করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.