আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ সম্মানীত মডারেটর- কোরআন অবমাননাকর পোষ্টটি সরিয়ে বিশ্বাসী হাজারো ব্লগারের মনে মাহে রমজানে স্বস্তি ও শান্তি দানের জন্য।।

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... কোরানের (ভণ্ডামি কিতাব) আলোকে নাস্তিকের মনস্তত্ত্ব - ভণ্ডামি পর্ব - ১। শিরোনামে জনৈক তর্কে বহুদূর নিক থেকে এই লেখাটি ১৭ ই আগস্ট, ২০১১ ভোর ৪:০৮ প্রকাশীত। লিংক এই পর্যন্ত মন্তব্যকারীর ৩২ জনের মধ্যে ২৩ জন রির্পোটেড /এবিউজড বাটনের ব্যভহার করছে। আর কত শতকরা হার হলে মডারেশন একশনে যাবে? জানতে পারি কি? ঐ পোষ্ট লেখক ষ্পষ্টত ইসলামের প্রধান ভিত্তি কোরআনকে নিয়ে অন্ধ, অর্বাচিন এবং উস্কানিমূলক বাচালতা প্রকাশ করেছেন! মতপ্রকাশের স্বাধিনতা যেমন বাবা মার কাছে নিজের জন্ম পদ্ধতি জানতে চাওয়ার বৈধতা দেয়না, তেমনি মিনিমাম শালীনতাবোধ নিয়ে সমালোচনা বৈধ হলৈও যা খূশী তাই বলা মত প্রকাশৈর স্বাধীনতা নয়। এবং আপনাদের নীতিমালা অনুযায়ী নীতিমালার ১ক, ২চ. ৩খ. ৩ঘ এবং বিশেষভাবে ৩ঞ এর ধারায় ঐ পোষ্ট আপনাদেরই ডিলিট করার কথা।

অথচ আজ ১৮-৮-১১ বিকাল ২:৪৫ পর্যন্ত এটি বহাল রয়েছে!!!!!!!?????? মাহে রমজানের পবিত্রতা এবং বাংলাদেশ এবং বিশ্ব মুসলিমের বিশ্বাসের প্রধান গ্রন্থ নিয়ে মডারেশন টিম যদি এই ফাজলামোর যদি সমর্থক না হয়ে থাকেন, বা ক্লিক বাড়ানোর কোন অসৎ উদ্দেশ্যে বিতর্কিত পোষ্ট লালনের দোষ না থেকে থাকে; আশা করি মডারেশন টিম যথাযথ ব্যবস্থা গ্রহন করে উল্লেখীত সকলের মনে শান্তি এবং স্বস্তি প্রদানের উদ্যোগ গ্রহন করিবেন। ... আপডেট: এই মাত্র ঐ লীংকে ভিজিট করতে যেয়ে দেখী এই মেসেজ.. এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে,বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন । এছাড়া আপনি এই লিংকে ক্লিক করে এই মুহুর্তেই সেই ব্লগে যেতে পারবেন। অথবা আপনি এখানে ক্লিক করে প্রথম পাতায় যেতে পারবেন। " ধন্যবাদ মডারেটর।

অনেক অনেক ধন্যবাদ সম্মানীত মডারেটর- কোরআন অবমাননাকর পোষ্টটি সরিয়ে বিশ্বাসী হাজারো ব্লগারের মনে মাহে রমজানে স্বস্তি ও শান্তি দানের জন্য। । মাহে হাজারো মুসলিম বলগারের আন্তিরক দোয়া ও শুভ কামনা আপনাদের জন্য বর্ষিত হবে। আল্লাহ আপনাদের চিরকালীন সূখ ও মঙ্গল প্রদান করুন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.