আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগঃ ১৮+

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার।

প্রথমেই বলে রাখি আমার এই পোস্টখানা যৌনতার সাথে সম্পর্কিত কোন পোস্ট নয়। বাংলা ব্লগে যখনই কোন পোস্ট দেয়া হয়, যা বালক বালিকাদের দেখা উচিত নয় তার শিরোনামে ১৮+ কথাটি জুড়ে দেয়া হয়। ১৮+ পোস্টগুলিতে সাধারনত যৌনতা বিষয়ক কিছু অংশ থাকে। এ কথাও নিশ্চয়ই সবাই স্বীকার করবেন যে, এ ধরনের ব্যাপারে ১৮ বছরের কম বয়সীরাই বেশি আগ্রহী হয়।

এ কারণে, ১৮+ দেয়ার ব্যাপারে আমার একটা অভিযোগ রয়েছে। সেটা হলো ১৮+ কথাটা জুড়ে দিয়ে কি আদৌ ১৮ বছর বয়সের নিচের কোন বালক বালিকাকে পোস্টে ঢোকা থেকে বিরত করা যায়? আমারতো মনে হয় এতে করে এই বয়সের ছেলেমেয়েদেরকেই উসকে দেয়া হয় পোস্টখানা পড়ার জন্য। এত ভালো ভালো কথা আমরা বলি, অথচ যৌনতা বিষয়ক কোন পোস্ট দেয়ার ক্ষেত্রে শিরোনামের সাথে ১৮+ জুড়ে দিয়ে দায়িত্ব সম্পন্ন করি। কিন্তু আমরা সবাই জানি এতে করে কোন লাভ হয় না। বরং হিতে বিপরীত হয়।

যে কোন লেখায় প্রয়োজনের খাতিরে যে কোন রকম কথাই আসতে পারে। কিন্তু তার জন্য শিরোনামে ১৮+ অংশটুকু জুড়ে দিয়ে সবাইকে আকর্ষন করার কোন দরকার আছে বলে মনে করি না। কেউ যদি আসলেই মনে করে যে কমবয়সীদের তার লেখাটা পড়া উচিত নয় তাহলে সর্বাগ্রে তার চেষ্টা করা উচিত উত্তেজক অংশটুকু যথাসম্ভব পরোক্ষভাবে বুঝানোর চেষ্টা করা। কিন্তু পোস্টের শিরোনামে ১৮+ দেয়ার কোন অর্থই হয়না। হিট বাড়ানোর জন্যও অনেকে পোস্টের শিরোনামে ১৮+ শব্দটি জুড়ে দিয়ে থাকেন।

অনেকে আবার শিরোনামে ১৮+ লিখে ভিতরে খানিকটা নিচে "১৮+ দেখেই ঢুকেছেন?? আপনারা এতো লুল কেন?" এই ধরনের কথাবার্তা লিখে আনন্দ পাওয়ার চেষ্টা করেন। এসব ব্যাপারও আমার কাছে চরম ধৃষ্টতা বলে মনে হয়। মজা করার জন্য এ ধরনের কাজ করা যায় বলে অনেকেই হয়তো ব্যাপারটাকে মেনে নেয়ার চিন্তা করেন। কিন্তু এতে কিছু মানুষ উৎসাহ পায় এবং উল্টা পালটা পোস্ট করে ফ্লাডিং করে থাকে। সবচেয়ে বড় কথা হলো ইন্টারনেট এখন অনেকেই ব্যবহার করেন।

অল্পবয়সী ছেলেমেয়ারাও তার মধ্যে আছে। ১৮+ লিখে পোস্ট দিয়ে তাদেরকে ডেকে আনার কোন অর্থ আছে কি? সুতরাং, সকলের নিকট আমার আহবান হলো, যৌনতা যদি প্রয়োজনের খাতিরে আনতে হয় তাহলে আনুন। কিন্তু ১৮+ লিখে ১৮ বছরের কম বয়সীদের ডেকে আনবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।