আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগঃ বাসে মহিলা সিট


সপ্তাহে ২দিন আমাকে উত্তরা যেতে হয় পড়াশোনার কারনে। বেশিরভাগ সময় চেষ্টা করি সিএনজিতে যেতে। কিন্তু প্রয়োজনের সময় ঢাকা শহরে সিএনজি পাওয়া যে কি দুষ্কর তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। সিএনজি না পেলে অনেকসময় বাধ্য হয়ে লোকাল বাসে উঠি। আমার বাসার কাছে কোন সিটি বাসের কাউন্টার নাই।

অবশ্য আজকাল সিটি বাসের অবস্থাও লোকাল বাসের চেয়ে খুব একটা ভাল তা না, দু'একটা ছাড়া। যাহোক, লোকাল বাসে উঠার সাথে সাথে যে আতংকটা মনে আসে তা হল সিট পাব তো! ভাই আমি পেছনের সিটের কথা বলছি না, আমি ড্রাইভারের বাম পাশের ৪টি সিটের কথা বলছি (যা বাস কর্তৃপক্ষই হোক আর যাত্রীদের কৃপায় হোক, আমাদের জন্য বরাদ্দ করা)। আতংকটা মনে এই জন্য আসে যে উঠেই হয়ত দেখতে হবে মেয়েদের সিটে পুরুষমানুষ বসে আছে!! তাহলেই কম্ম সারা। কারন কোন ভাবেই পৌরষে পরিপূর্ণ ঐ সুপরুষদের আর সিট থেকে তোলা যাবে না। আমি লক্ষ করেছি (একান্তই আমার পর্যবেক্ষন) যে পুরুষেরা মেয়েদের সিটে বসেন, তাদের অধিকাংশই ঝগড়াটে এবং বদমেজাজি টাইপের (সবাই নয়)।

তাদেরকে সিট থেকে ভদ্রতার সাথে উঠতে বললে যেন তারা তেড়ে আসেন। একগাল কথা শোনান, যেন আমি তাকে মহিলা সিট থেকে উঠতে বলে কত কবীরা গুণাহ করেছি। । আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি একশ্রেণীর লোকদের কথা বলছি। কারন বাসে আমি অনেক ভদ্রলোককে পেয়েছি তারা আমাকে দেখেই সিট ছেড়ে দিয়েছেন।

তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রশ্ন হল, বাসে মহিলা সিট থেকে পুরুষ মানুষকে উঠতে বলাটা কি অপরাধ?? বাসে মহিলা না থাকলে মহিলা সিটে পুরুষ মানুষ বসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু মহিলা উঠার পরও তারা সিট থেকে উঠবেন না--এটা কেমন কথা??? একটু অন্যভাবে কথাটা ভাবুনঃ যদি বাসে কোন সিটে লেখা থাকে "পুরুষ সিট" (যদিও তা কোনদিন থাকবে না) এবং সেই সিটে যদি কোন মহিলা বসে পরে আর উঠতে না চায়, তখন কি আপনারা সেই মহিলাকে ছেড়ে কথা বলতেন ?? যারা পুরুষ যাত্রী তাদের উদ্দেশ্যে পরিশেষে আমি ২টা কথা বলতে চাইঃ ১। মনে রাখবেন একজন মহিলা অযথা এমন বাসে ওঠে না যে বাসে সিট নাই। হয়ত তার আর্থিক সমস্যার কারনে অথবা বিপদে পড়েই একটা মেয়ে এরকম বাস অথবা লোকাল বাসে ওঠে।

২। কোন পুরুষ মানুষ যখন কোন মহিলাকে সিট ছেড়ে দেয় তখন অনাভ্যাসের কারনে হোক আর পরিস্থিতির কারনে হোক মহিলাটি হয়ত সামনাসামনি তাকে ধন্যবাদ দেয়না কিন্তু মনে মনে হাজারবার তাকে ধন্যবাদ দেয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।