আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগঃ ইভ টিজিং

প্রশ্ন করেই যাব অবিরত

ইভ টিজিং বিষয়টি নিয়ে কিছু দিন থেকে ভাবছি । আমি মনে করি ইভ টিজিং এর জন্য দায়ী মূলত ১। ব্যক্তিত্ব ঠিকমত গড়ে না উঠা। অনেকে বলবেন কিশোরদের আবার ব্যক্তিত্ব কি। আসলে শুধু কিশোর না শিশুরও ব্যক্তিত্ব নামক ব্যাপারটি থাকে।

একজন ব্যক্তিত্ব সম্পন্ন কিশোর/যুবক কেন ইভ টিজিং করবে? ২। কিশোর/যুবকদের মধ্যে মেয়েদের সম্পর্কে অস্বাভাবিক ধারণা। মেয়েরা যে তাদের মত মানুষ বৈ কিছু না সেই ভাবনার অনুপস্থিতি। পাঠ্য পুস্তকে লিঙ্গ সম্পর্কে সঠিক জ্ঞান দেয়া হয় না যার কারণে শিশু কিশোরেরা নানা আজেবাজে জায়গা থেকে ভুল উপায়ে ভুলটাই শিখে থাকে। সঠিক উপায়ে সঠিক বিষয় শেখার ব্যবস্থা না থাকায় শিশু কিশোররা বিকল্প জায়গা যেমন পর্নগ্রাফি, বিভিন্ন আজেবাজে ছবি ইত্যাদির আশ্রয় নেয় এবং এগুলোই শিশুদের ব্যক্তিত্ব গঠনে, চিন্তার এঙ্গেল নির্ধারণে ব্যাপক ভূমিকা রাখে।

৩। হতাশা। কিশোর/যুবকদের মধ্যে দিন দিন নানা কারণে হতাশা বেড়েই চলছে। আরেকটি কারণ হলো প্রেম-ভালবাসা, যৌনতা ইত্যাদি নিয়ে একধরণের ফ্যান্টাসিতে মেতে থাকা। এক দিকে রক্ষণশীল সমাজ অন্য দিকে বিশেষ কিছু হিন্দি/বাংলা ছবি ও পর্নগ্রাফি ।

ঠিক কোন কারণে জানিনা অনেক কিশোরের মধ্যে এমন একটা ধারণা গড়ে ওটে যে আমাকে প্রেম করতেই হবে। আমি কোনো ধরণের ছবি এমনকি পর্নগ্রাফির বিপক্ষেও বলছি না। আমি বলছি কোনো ছবি দেখে, পর্নগ্রাফি দেখে শিশুমনে/কিশোরমনে কি প্রতিক্রিয়া হয় তা সম্পর্কে ভাল গবেষণা হওয়া প্রয়োজন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া প্রয়োজন। আমরা সাধারণত উন্নত দেশের গবেষণাগুলোর উপর নির্ভর করে সিদ্ধান্ত নেই। আমাদের মনে রাখা উচিত যে আমাদের দেশ ও উন্নত দেশের মধ্যে এমন অনেক ব্যবধান রয়েছে যে অন্তত শিশুদের ক্ষেত্রে আমরা উন্নত দেশের ব্যাপারগুলো নির্দ্বিধায় চালিয়ে দিতে পারি না।

৪। ছেলে ও মেয়েদের মধ্যে স্বাধীন ভাবে মেলামেশার সুযোগের অভাব। এর ফলে মেয়ে ও ছেলে উভয়ের মধ্যেই পরস্পর সম্পর্কে একটা ভীতি ও অস্বাভাবিক ধারণা পোষণের প্রবণতা লক্ষ্য করা যায়। ছেলেরা সামাজিক ও ধর্মীয় কারণে মেয়েদেরকে তাদের চেয়ে নিম্ন স্তরের বলে মনে করে তাই মেয়ের কাছ থেকে প্রেম প্রত্যাখ্যান সহ অন্য কোনো বিরুপ ব্যবহার পেলেই ব্যাপারটাকে নিজের জন্য প্রেস্টিজ ইস্যু বলে মনে করে। মেয়েদের অনেকেই ছেলেদের সম্পর্কে অস্বাভাবিক ধারণা পোষণ করে, সহজ ভাবে মেশতে পারে না।

যার ফলে অনেক মেয়েই ছেলেদের সাথে অহেতুক খারাপ বা অস্বাভাবিক আচরণ করে ফেলে যার ফলে তারা ইভ টিজিং সহ ছেলেদের দ্বারা বিভিন্ন ধরণের নিপীড়নের স্বীকার হয়। ৫। রক্ষণশীলতা- আমাদের দেশের রক্ষণশীল পরিবার গুলোর রক্ষণশীলতা যেন দিন দিন বেড়েই চলেছে। মেয়েকে স্কুল/কলেজ/ ভার্সিটিতে না পড়ালে হবে না আবার পড়ালেও বেপর্দা হওয়ার বিপদ- তাই তারা বোরকা-হিজাব এসব লাগিয়ে একেবারে যাচ্ছেতাই অবস্থা। এছাড়া তাদের পরিবারের কোনো মেয়েকে টিজিং করা হলে মেয়েকেই দোষারোপ করেন।

৬। কোর্টশিপ ডিসঅর্ডার ও ছেলে-মেয়েদের মধ্যে যোগাযোগের অভাব। ছেলেরা মুক্ত ভাবে মেয়েদের সাথে কথা বলতে না পেরে নানা ভাবে মেয়েদের উত্যক্ত করে। যেমন, একটি ছেলে হয়ত একটি মেয়েকে প্রেম নিবেদন করবে কিন্তু কিভাবে করবে তার কোনো ব্যবস্থা নেই তাই সে হয়ত দেয়ালে আজেবাজে লিখে রাখল যাকে আমরা ইভ টিজিং ই বলব। ৭।

সমাজ মেয়েদের শারিরিক ও মানসিকভাবে দুর্বল করে গড়ে তোলে যার ফল হিসাবে তারা ঠিক ভাবে প্রতিবাদ করতে শিখে না। এ কারণেই দেখি ইভ টিজিং এর শিকার হয়ে আত্ম হত্যা করতে। আমি দেখেছি যেসব মেয়েরা ক্ষেতে-খামারে কাজ করে তাদেরকে সাধারণত টিজিং করা হয় না কারণ এসব মেয়ে সরাসরি একশনে চলে যাবে। ৮। বেকার সমস্যা, লেখা পড়া থেকে ঝরে পড়া।

ইভ টিজাররা অনেকেই হয় বেকার নয়ত লেখা পড়া থেকে ঝরে পড়া । ইভ টিজিং নিয়ে এই হতাশা জনক অবস্থার মধ্যে একদল লেগেছেন ধর্ম প্রচারে। তাদের কথা হল ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারনে ইভ টিজিং বাড়ছে। তাদের বলব- ধর্ম বা ধর্মীয় মূল্যবোধ আমাদের দেশে/সমাজে আগের যে কোনো সময়ের চাইতে বেশি আছে। এখন যত মানুষ হিজাব পরে, নিয়মিত নামাজ পড়ে, হজে যায়(এবার গত বছরের দ্বিগুণ শুনেছি), ধর্মের সমালোচনা করলে হুমকি দেয় এতটা আর কোন কালে ছিল? আর ধর্মই তো শিখিয়েছে নারী পুরুষের চেয়ে নিম্ন স্তরের( কোরান মতে ,সুরা নিসা, ৪:৩৪) যে ধরণের ধারণা ইভ টিজিং এর একটি প্রধান কারণ।

আসলে এক সময় খুব কম সংখ্যক মেয়েরা লেখা পড়া করত। এছাড়া তখন অপেক্ষাকৃত ক্ষমতা ও অবস্থা সম্পন্ন পরিবারের মেয়েরাই লেখা পড়া করত যাদেরকে টিজিং করার সাহস কেউ করত না। বর্তমানে যেহেতু অনেক বেশি সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে, বাইরে কাজ করছে তাই ছেলেদের সাথে মেয়েদের ইন্টারেকশন অধিক পরিমাণে হচ্ছে। এছাড়া সমাজে টেনশন বিষয়টা নানা কারণে বেড়েই চলেছে। আমাদের সমাজ একটা যুগ বদলের মধ্যবর্তী পর্যায়ে দাঁড়িয়ে আছে যখন সমাজে নানাবিধ বিশৃংখলাটা অধিক হওয়া অস্বাভাবিক নয়।

ইত্যাদি কারণেই বোধ হয় আমাদের সমাজে ইভ টিজিং ব্যাপারটা প্রকট ও মারাত্মক হতাশা জনক আকার ধারণ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।