আমাদের কথা খুঁজে নিন

   

মহামতি আড়িয়াল খাঁ, আপনি এখন বাঙলার মসনদ আড়িয়াল বিল; মানুষ ও প্রতিরোধের ভাষা ও ভাষ্যকার



আড়িয়াল বিল; মানুষ ও প্রতিরোধের ভাষা ও ভাষ্যকার ফিরে যাই আড়িয়াল খাঁ। এই নামের সাথে আড়িয়াল বিল। প্রাণ বিরাজে, প্রাণ লুকায়, কাদায়। প্রাণ ফিরে আসে মৌসুমে। এখানে সামুদ্রিক স্পিরিট আছে।

একদিন সমুদ্র তার আওলাদ এখানেই রেখেছিলো আর চলে গেছে দূরে। কান্দির পাড়ে আর জলের ভেতরে ছোট ছোট ডেঙ্গা। বাঙলায় ডেঙ্গার দুটো মানে হয়। শুকনো জায়গা আর ছোট জল। উৎস বিচ্ছিন্ন ঊর্মি,স্বকীয় ঢেউ।

বাংলার সকল কান্দির ইতিহাস আছে। জানা থাকলে ভালো। না হলে নিজের কানকো দিয়ে কৈ ও বজ্রের সম্পর্কের মতো কান পেতে শুনুন। আড়িয়াল জলা পারের মানুষ তা-ই শুনছে। সুগন্ধা নাই, আড়িয়াল খাঁ।

আরো দক্ষিণে। পূবের দিকে আড়িয়াল খাঁর এক শাখা প্রবাহ, তার নাম শেষতক কীর্তনখোলা। মহামতি আড়িয়াল খাঁ, আপনি এখন বাঙলার মসনদে। আপনি বারীকিরীটে মহামহিম জলাধিরাজ। আপনার কাছে আড়িয়াল বিলের প্রজাসাধারণ এই আরজ গুজার করছে।

আপনি জানেন, বাংলার কৃষিক্ষেত্রের মালিকানা কেবল কৃষকের। আমরা কোন রাষ্ট্রের কাছ থেকে জমি পাই নাই। আমরা নদী ও সমুদ্রের কাছ থেকে পেয়েছি। আমরা ভূমির জন্মদানের সময় দাই-মার দায়িত্ব পালন করেছি। সাগরের পেট থেকে ভূমির জন্মের সময় এই প্লাবন ভূমির আতুড়ঘরে আমারাই ছিলাম ধাত্রী।

হে মহান আড়িয়াল খাঁ, আপনি পরম পুরুষের মতোই সবকিছুরই সাক্ষি। প্রকৃতির সবচেয়ে সাধের নিয়ামত এই বিলের কন্দর থেকে, সচেয়ে বড়ো কদু আর মিষ্টি কুমড়া মিঠা নদীর পানি আর কাদাপ্রাণরসায়ন থেকে আপনার কাছে প্রস্তাবিত এক অনাস্বাদিত স্বাদরুপে আসে। আজ এই বিল দখলের চেষ্টা চলছে। আপনি আমাদের রক্ষা করুন আড়িয়াল খাঁ। আপনি যা রেখে গেছেন, তা দখলমুক্ত ছিলো।

পদ্মার আর সব চরের মতো দখল হয়ে যায়নি। আপনার জন্য নিম্নের পরিসংখ্যান পেশ করছিঃ ১, ৬৬,৬০০ একর জমি। (এ আয়তন শস্যক্ষেত্র, জলাশয় এবং জনবসতি সহ) অধিগ্রহণ চাহিদা: বিমানবন্দরের জন্য ১০,০০০ একর এবং উপশহরের জন্য ১৫,০০০ একর। মোট ২৫,০০০ একর। ২৫,০০০ একর জমির মধ্যে আছে শ্রীনগর উপজেলা থেকে ১৪টি মৌজা, নবাবগঞ্জ উপজেলা থেকে ১৮টি মৌজা এবং দোহার উপজেলা থেকে ৭টি মৌজা।

২৫,০০০ একর জমির বার্ষিক শস্য ও মাছ উৎপাদন ক্ষমতা ৪০,০০০ মেট্রিক টন ধান (প্রায়) ৭০০ মেট্রিক টন মাছ (প্রায়)। ১০,০০০ মেট্রিক টন সবজি ও রবিশস্য (প্রায়)। ( তথ্যসূত্র, এই ব্লগের একজন বন্ধু, যিনি একটি ভালো লিখা লিখেছেন, আমি রোদের ছেলে) শাপলা ফুটে আছে। কত বিচিত্র পানি-শোভা ফুল। প্রকৃতির এই সব প্রসূন-প্রাণ প্রয়াণবিরোধি।

সাময়িক অন্তরালে চলে যান। আবার এই শোভা সত্য হয়ে উঠে প্লাবন কালে, বরষায়। জল কল কল এই আড়ালিয়া বিলে পাখি আসে। জলাধার প্রকৃতির অপূর্ব প্রাণধারার, প্রাকৃতিক বংশানুক্রমিকতার, উৎপাদন ও উন্মেষের এক অপূর্ব ক্ষেত্র এই প্রাকৃতিক জলাধার। মানুষ, পাখি ও অন্যান্য প্রাণীসত্তার আস্বাদনের ক্ষেত্র।

এই নিয়ামৎ থেকে উৎসারিত মাছ, ধান, জানা-অজানা শাক-সব্জি, জলের ধারা কান পেতে শোনা কানকো ওয়ালা মাছ, কর্ণবিনা মাছ, কেবল বাড়ে, সব এই জলাধারে। ২৬০ বর্গমাইলের (দৈর্ঘ্য ২৬ মাইল/ প্রস্থ ১০)এক অপূর্ব বিস্ময়, প্রাকৃতিক নিয়ামতের লীলাক্ষত্রে সরকার হামলা করেছে সরকার। নিজের আইন নিজেই ভাঙছে। প্রাকৃতিক জলাধার আইন, ২০০০। ড্যাপ নিয়ে যে ডিসকোর্স তৈরি হয়েছিলো তার সারকথা হলো, সরকারের ক্ষমতার ভিত্তি মাটিখোর ভুমিগ্রাসী,ভূমি জবরদখলকারীরা।

এদের বাইরে শাসকগোষ্ঠির আলাদা রাজনৈতিক অস্তিত্ব নাই। এরা অবিভাজ্য। এদের অব্যয় ও গোপন –প্রকাশ্য মোলাকাত এই দেশের জন্য যে হুমকি, রাজনীতির সাথে তাদের গভীর কুটুম্বিতা আমাদের জনগণের জন্য হুকমি। রাজনৈতিক দলের মধ্য দিয়ে তারা তাদের নিজেদের রিয়েল স্টেট সাম্রাজ্য বিস্তারের হুকুমত কায়েম করেছে। নাগরিকদের সাথে রাষ্ট্রের যে সাধারণ পৌরনীতির সূত্র অনু্যায়ী অংগিকারনামা ছিলো, তার সামাজিক ও আইনী ভিত্তি আর নাই।

রাষ্ট্র এখন নাগরিকদের প্রতিনিয়ত ফাঁকি দিচ্ছে। আইন-কানুনে গণমুখি, প্রয়োগে গণবিরোধি। অন্যের এজেন্ডা বাস্তবায়নই রাষ্ট্রের কাজ, জনগণের নয়। ভূমি দখলকারীরা বাংলাদেশের জাতশত্রু। এরা দেদারসে এদের কাজ করে যাচ্ছে।

ড্যাপকে থোরাই পরোয়া করছে। রাষ্ট্র নাগরিকদের ভূ-সম্পত্তি ও জীবনের নিরাপত্তা দিতে অক্ষম। শুধু তা-ই নয় বিমান বন্দর বা এ্যরোড্রাম তৈরি করার নামে, অধিগ্রহনের অপার ক্ষমতাবলে, জনগণের জমি রাষ্ট্র দখল করছে। রাষ্ট্র এখন জাস্ট রিয়েল এস্টেট। এই বিল রক্ষা করতেই হবে।

যেমন করে বিল ডাকাতিয়া নিয়ে আন্দোলন হয়েছে,তেমন করে আন্দোলন গড়ে তুলতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.