আমাদের কথা খুঁজে নিন

   

বিচারবহির্ভূত হত্যাকান্ড



বিচার বিভাগ রায় দিলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিশ্বাস হবে: ড. মিজানুর রহমান বিচার বিভাগ দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নেই বলে রায় দিলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিশ্বাস করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বুধবার গণমাধ্যমের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিশ্বাসযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে যদি দেশের বিচার বিভাগ রায় দেয় দেশে বিচারবহির্ভূত কোন হত্যাকান্ড হচ্ছে না। আমরা তার বক্তব্যকে বিশ্বাস করতে চাই। ’ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে “ভবঘুরে’ ভিক্ষা ও বিচার” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, সোমবার প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সাহার খাতুন সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বলেছিলেন, ‘দেশে গত দু বছরে কোন বিচারবহির্ভূত হত্যা হয়নি’।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার ৭ম সভা শেষে তিনি একথা বলেছিলেন। মন্ত্রী বলেছিলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মরক্ষার প্রয়োজন আছে। সন্ত্রাসীদের ধরতে গেলে তাদের ওপর আঘাত আসলে তারা বসে থাকবে কেন? তারা আত্মরক্ষায় গুলি ছুঁড়বে- এটাই তো স্বাভাবিক। ’ নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলা হয়েছিল, আওয়ামী লীগ সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতন বন্ধ এবং বাকস্বাধীনতা নিশ্চিত করাসহ সামগ্রিক মানবাধিকার নিশ্চিতের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মতা গ্রহণের পরপরই ২০০৮ সালের ডিসেম্বরে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত যেকোনো সংস্থার প্রতি তারা কোনো রকমের সহিষ্ণুতা (জিরো টলারেন্স) দেখাবে না।

কিন্তু সরকার সে প্রতিশ্রুতি রাখেনি। র‌্যাব একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে থাকলেও সরকারকে তা প্রতিরোধে পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমনকি ২০১০ সালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার ঘটনায় র‌্যাবের দায় অস্বীকার করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.