আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতির চাল, দাবার চাল

পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি রাজনীতির চাল, দাবার চাল, যে চালই হোক না কেন, মাঠের বাইরে থেকে ভাল বুঝা যায়। ছোট বেলা, আমার মামা আর বড় ভাই দাবা খেলত, আর গান গাইত "আলাল ও দুলাল.............."। আমি বাইরে থেকে দেখতাম কিভাবে তারা সুযোগ গুলো কে মিস করে। কিছু বলতে গেলেই মামা কড়কড়াইয়া উঠত, কইত, বাইরে থেকে অনেক কিছু বুঝা যায়। সহজ একটা এক্সাম্পল দেই, নাটক, সিনেমাতে, আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই।

বলি নায়ক কি গাধা নাকি, এভাবে করে না কেন? এইটা করেনা কেন? আসলে, পুরা জিনিশ টা যখন আমরা দেখি, তখন ব্রেন অনেক ক্লিয়ার কাজ করে। এই উদাহরন টা দেওয়া বোধ হয় ঠিক হইলনা। আইচ্ছা বাংলা সিনেমার কথা বাদ দেন, হলিউডের একটা মুভি দেখার পরে, একটু চিন্তা করেন, অনেক অমিল পাবেন। গোজামিল গুলো চোখের সামনে ভেসে উঠবে। এটা কেন হয়? কারন, পুরো জিনিশটা আপনি বাইরে থেকে সেভাবে দেখতে পারেন, যা কিনা, অন্যেরা পারেনা।

আর একটা ইজি এক্সাম্পল। ক্রিকেট/ফুটবল খেলায়, উত্তেজিত কিন্তু আমরাও থাকি। খুব সুন্দর ভাবে আমরা আমাদের প্লান তৈরী করি, যেভাবে খেললে, জয় নিশ্চিত। কারন, টিভির সামনে বসে যেভাবে প্লান তৈরী করা যায়, মাঠে খেলোয়ার দের মাথায় ঐটা কাজ করেনা, দোও দে আর ব্রিলিয়ান্ট। সিম্পলি চিন্তা করেন, টর্সে জিতে ফিল্ডিং নিল, আর পুরা বাংলাদেশের লোক গালি শুরু করল, কারন, একটাই, বাইরে থেকে পুরা জিনিশটা আমরা যেভাবে দেখি, ফিল্ডে সেভাবে দেখার কোনো স্কোপ নাই।

তেমনি ভাবে শাহবাগের আন্দোলন রত ভাই বোনদের বলব, প্লীজ সবার কথা উড়াইয়া দিয়েন না। আপনারা যেটা উপলদ্ধি করতে পারছেন না, হয়ত সেটা কেউ উপলদ্ধি করতে পারছে। কথা না শুনে, "শাহবাগে চলে আসুন" এটা বলা ঠিক না। সবাই ফিল্ডে যুদ্ধ করেনা। সবার ক্ষমতা এক পর্যায়ের না।

যার যে টুকু ক্ষমতা আছে, সে সেটুকুই কাজে লাগাক না। যেমন, অনেকেই অসুন্তষ্ট, আন্দোলনের রুপরেখা, আল্টিমেটাম, ইত্যাদি নিয়ে। এর মাঝেই আন্দোলন কে ৩ -১০ টা করা হয়েছিল। রাজীব হত্যা কান্ড নিয়ে কিছু বলবনা। অনেক জল ইতিমধ্যে ঘোলা হয়েছে।

শুধু কালো ব্যাচ, আর মোমবাতি দিয়ে কোনো ফল আসবেনা, এই টাইপের অনেক কমেন্টস রেগুলার দেখতে হচ্ছে। আশা করি, আপনারা এই সব বুঝতে পারবেন। আন্দোলন সফল হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.