আমাদের কথা খুঁজে নিন

   

হঠাত আবিষ্কার ০৪

leo_abdullah@yahoo.com

পপসিকল ফ্রাংক এপ্পারসনের বয়স তখন এগারো এর কাছাকাছি। ওই সময় তিনি ঘটনাক্রমে এমন একটি বিষয়ের সংষ্পর্শে এলন যা পরবর্তিতে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হয়। কে এটা বলেছির ঠিক জানা যায়নি কিন্তু ভাগ্যদেবী সেদিন নির্ঘাত মুচকি হেসেছিলেন ফ্রাংকের দিকে তাকিয়ে যেদিন তিনি সোডা ওয়াটার পাউডারের সাথে পানি মিশিয়েছিলেন যেটা ১৯০৫ সালের শেষ দিকে জনপ্রিয় ডৃংকে পরিণত হয়। কোন কারণবশত তিনি ডৃংকটা পুরো শেষ না করেই নাড়ানোর কাঠি সহ ওটা রাতভর পিছনের বারান্দায় রেখে দিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই রাতে যখন তাপমাত্রা নেমে এলো, আর মিশ্রণটা জমে গেলো। আর পরদিন ফ্রাংক স্কুলে তার বন্ধুদেরকে এমন একটা কাঠি দেখানোর সুযোগ পেলো যেটা জমাট সোডা ওয়াটারের মধ্যে আটকে গেছে। আঠারো বছর পর ফ্রাংক ওই ঘটনার স্মৃতি মনে করে সাতটা ফলের ফেভার দিয়ে শুরু করলো এমন একটা ডৃংক বানাতে যার নাম সে দিয়েছিল এপসিকলস। নামটাকে পুরোপুরি কখনোই বাদ দেয়া হয়নি। এখন আমেরিকায় প্রতি বছর তিন মিলিয়ন পপসিকল বিক্রি হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।