আমাদের কথা খুঁজে নিন

   

মৃত ব্যক্তির হক আদায়ের শ্রেষ্ঠ মাস রমজান

মাহে রমজান এখন প্রায় শেষের দিকে। প্রিয় নবী (সা.)-এর একটি হাদিস আমরা স্মরণ করি। আমরা যারা পবিত্র রমজান মাস পাওয়ার পরও নিজেদের গুনাহগুলো ক্ষমা করাতে পারিনি তারা তো অবশ্যই হতভাগা! নিজের ক্ষমার ব্যবস্থা নিজেকেই করতে হবে। মহান আল্লাহর কাছে বেশি করে দোয়া ও আমল করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে। পাশাপাশি আমাদের পিতা-মাতা ও ভাই-বেরাদরের জন্য দোয়া করতে হবে; কারণ আমাদের প্রতি তাদের হক রয়েছে। তারা নিজেদের জন্য আর দোয়া-দরুদ আমল করতে পারবে না। তাদের জন্য এগুলো করার দায়িত্ব আমাদের। যারা জাহান্নামের কয়েদি হয়ে গেছে তাদের মুক্তির ব্যাপারে জীবিতদেরই চেষ্টা করতে হবে। মৃত ওয়ারিশানরা দুনিয়ার আপনজনদের দিকে তাকিয়ে থাকে কখন তারা সওয়াব রেসানি করবে। তাই মৃত আপনজনদের মুক্তির ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষমার ব্যবস্থা হলো যদি তাদের কোনো ইবাদত অনাদায়ী থেকে থাকে, যেমন কিছু নামাজ পড়তে বাকি ছিল, সেই ক্ষতি পূরণের ব্যবস্থা করা। অর্থাৎ সেই অনাদায়ী নামাজের ফিদইয়া দিয়ে দেওয়া, যদি হজ আদায় না করে থাকে তবে বদলি হজের ব্যবস্থা করতে হবে। যদি মৃত ব্যক্তি অসিয়ত করে গিয়ে থাকেন তবে সন্তানের ওপর বদলি হজ করানো ওয়াজিব হয়ে যায়। যদি অসিয়ত নাও করে থাকেন তবুও সন্তানের নৈতিক দায়িত্ব হলো তাদের মুক্তির ব্যবস্থা করার জন্য বদলি হজ করানো। এমনিভাবে তাদের কোনো ঋণ থাকলে তা আদায় করে দেওয়া ইসলামী শরিয়তের সঠিক সিদ্ধান্ত মোতাবেক। এভাবে তাদের জন্য ক্ষমার ব্যবস্থা করে নিতে হবে। পাশাপাশি তাদের নাজাতের জন্য দোয়াও করতে হবে। মৃত ব্যক্তিরা আমাদের জন্য অনেক কিছুই রেখে গেছেন, যেমন ধন-সম্পদ, টাকা-পয়সা ইত্যাদি। ওইসব বস্তু তার উপকারের জন্য ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেমন তাদের জন্য করব ঠিক আমাদের সন্তানরাও তেমনিভাবে আমাদের জন্য করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন।

লেখক : খতিব, হিজবুল বাহার জামে মসজিদ, মোল্লারটেক, দক্ষিণখান, ঢাকা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.