আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও আফগানি

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও বাগরাম কারাগার থেকে ৬৫ বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার। আর এ পদক্ষেপকে 'অত্যন্ত দুঃখজনক' বলে এর নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র বলেছে, মুক্ত হওয়ার পর এসব ব্যক্তি আবারও আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করতে পারে। আফগান সরকারের কারাবন্দী বিষয়ক পর্যালোচনা কমিটির সদস্য আবদুল শুকুর দাদরাস বলেন, গতকাল সকালে বাগরাম কারাগার থেকে ৬৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা চলে গেছেন। গত মাসে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন নিয়ন্ত্রিত বাগরাম বিমান ঘাঁটিতে অবস্থিত বন্দী শিবিরে আটক ৭২ জনকে ছেড়ে দেওয়ার নির্দেশ জারি করেন। এসব বন্দীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় তিনি এ নির্দেশ দেন। আফগান প্রেসিডেন্টের ওই নির্দেশের পর মার্কিন সরকার বলেছিল_ যাদের মুক্তি দেওয়া হচ্ছে তারা তালেবান সদস্য এবং ন্যাটোর বহু সেনা হত্যার সঙ্গে জড়িত। কাবুল থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত পারওয়ান আটক কেন্দ্র নামের এই কারাগারটি বাগরাম কারাগার নামে পরিচিত। কিছুদিন আগে বিবিসির ইয়ালদা হাকিম এই কারাগারটিতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, আফগানিস্তানের অন্য কারাগারগুলোর সঙ্গে তুলনা করলে এটি খুবই ভালো কারাগার। তবে এখানে এমন অনেক বন্দী রয়েছেন, যাদের বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছে। গত বছরের মার্চে বাগরাম কারাগারটি আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর এ পর্যন্ত ১০০-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বিবিসি, আল জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.