আমাদের কথা খুঁজে নিন

   

অভিমান ভাল নয়। অভিমান কার সাথে করছেন।

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com

সম্প্রতি একটা ব্লগে একজন ভাল ব্লগারকে ছেড়ে চলে যাবার কথা বলতে দেখলাম। কমেন্টারদের কমেন্টের কারনে তার এই অভিমান! তার লিখা আমার ভাল লাগত। লেখায় বিশ্লেষণে বিশেষ গভীরতা ছিল। বিদ্যুত খাতে তার লিখা গুলো ভাল লাগছিল। পরে জেনেছি/বুঝেছি, তিনি বিদেশ ফেরত পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ার।

আমার মনে হয় সামুতেও আজকাল কমেন্টের কারনে ভাল ব্লগার দেখছি না বা অভিমান করে চলে গেছেন! নীচে আমি একটু ভাবার চেষ্টা করলাম (ওনাকে লিখা কথা গুলো), দেখুন তো মিলে কিনা! “বাংলা লিখতে না পারার কারনে আমিও ব্লগে ছিলাম না। গত এক বছরের মত আছি। অনেক দেখেছি! কিছু কিছু ব্লগার এমনি বাজে মন্তব্য (এরা নিজকে বিরাট কিছু মনে করে) করে যে, একজন ভাল মানুষের পক্ষে মেনে নেয়া কষ্টকর হয়ে পড়ে। এর চেয়ে কথা না বাড়িয়ে চলে যাওয়াকেই উত্তম মনে হয়। আমারো এমন মনে হয়েছিল অনেকবার।

সবচেয়ে বড় ব্যাপার হল, এসব বাজে কমেন্টকরা এই সব ব্লগাররা বয়সে তরুন। ব্লগের সাথে নানা ভাবে (প্রোগ্রামার, ডেভালপার কিংবা প্রাতিষ্ঠানিক) জড়িত। কিংবা ব্লগের (আজকাল যে হারে ব্লগে আসছে) মডারেটরদের কাউকে না কাউকে চিনে বা জানাশোনা থাকে। কিংবা বেশী বেশী (খোঁচাখুছি করা) লিখে থাকে বলে ব্লগের হিটের জন্য ব্লগ কর্তপক্ষ এদের ভালবাসে (! সময়ে আবার ফেলেও দেয়, আমি দেখেছি এমন)। ব্লগিং করতে গেলে, আমার মনে হয় আগে উক্ত ব্লগ পড়ে পড়ে এদের চিনতে হয়।

ফলাফল হয়, এরা যখন আপনার লেখায় কমেন্ট করবে, তখন আপনি এদের সিরিয়াস নিবেন না। উত্তর না দিয়ে পাশ কেটে যাবেন। ব্যস, এরা চুপ মেরে যাবে। আমি অনেক ব্লগে আছি। আমার অভিজ্ঞতা তাই বলে।

বার বার ইগ্নোর করলে দেখবেন এরা আপনাকে চিনে ফেলবে, আপনার নাম দেখলেই আর ব্লগ খুলেবে না, আপনার ব্লগে কমেন্ট করবে না। এতে সুবিধা হয় আপনি আপনার মত করে লিখতে পারবেন। সমমনাদের নিয়ে একটা বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন। বাজে কমেন্ট করা ব্লগারদের চেনার নানান উপায় আছে। আপনি যাই লিখবেন (ভাল কিংবা মন্দ), দেখবেন এরা বিরোধীতা করছে, বিদ্রুপ করছে না পারলে এটলিষ্ট বানান ভুল ধরবে, আচরনটা করে আবার তীব্র দেশ প্রেমিক হিসাবে! কাছে ডাকবেন দেখবেন এরা আসবে না, পরিচিত হতে চাইবে না।

দাওয়াত দিলে দেখবেন পালাবে! মোবাইল নাম্বার দিবেন - ফোন করবে না! আমার কাছে সর্বশেষ মনে হয়, এরা গ্রুপ ব্লগিং করে। একজন যদি বলে খারাপ, তবে হুয়াকা হুয়ার মত সবাই বলে মাইনাস, মাইনাস! যেন মাইনাস দিয়ে ভুকম্পন তুলে ফেলবে। এদের নিজদের মাঝেও বিবাদে লেগে থাকে সারাক্ষণ। যাক আর কি বলব, আপনার স্বাধীনতা। আপনি থাকলে, লিখলে খুশি হব।

তবে আমি মনে করি আপনি একজন ভাল চিন্তাশীল ও বিবেকবান ব্যক্তি এবং এটা আপনার লিখায় প্রকাশ পেয়েছে। আপনাকে শুভেচ্ছা জানাই। তবে ব্লগে ব্লগে এখন আবার নূতন সমস্যা। কোন ব্লগটা জামাতের, কোনটা প্রগতিশীলদের। এটাও বেশ ঝামেলায় ফেলে দিচ্ছে - লিখে বা রেজিষ্টার করে লজ্জা পেতে হয় পরিশেষে!“ সামু ব্লগার বন্ধুরা কি বলেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।