আমাদের কথা খুঁজে নিন

   

অভিমান

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

এরকম হতেই তো পারে- দীঘল আকাশ এক উঠে এল হীম পার বেয়ে আজন্ম চেনা ঘর তোমার চোখের মত টুপ করে ডুবে গেলো কৃষ্ণঘোর রাতের কালোয় অন্ধকার বড় রহস্যময় অন্ধকার বড় মন ভাঙ্গানিয়া অন্ধকার কত কিছু ভরে রাখে বুকের পাতায় লুকোচুরি খেলে চলি আদিগন্ত শব্দহীন মেঘে এরকম হলই না হয়- অবাক দুঃখগুলো নির্বাক ভেসে গেল দখিন হাওয়ায় আড়ষ্ট স্বপ্নগুলো পেল মাঠ- প্রান্তর জুড়ে যেটুকু বাঁধন ছিল নির্নিমেষ উদ্বায়ী চোখে যেটুকু একান্ত হাতকড়া। নিবিড় গোপন টানে যতটুকু তৃষ্ণার উচাটন ঝড় তা নয় বেঁধেই রাখি, পড়ে থাক। কত মুদ্রা পড়ে থাকে পথে-ঘাটে ধূলোবালি মেখে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।