আমাদের কথা খুঁজে নিন

   

অভিমান --------

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

-------------------------------------- আমি গান গেতে পারি না তাই বলে কি গানের ভাষা বুজবো না? আমি কবি নই তাই বলে কি আমি কাব্যের ভাষা বুজবো না? আমি অলপতেই রেগে যেতে পারি না তাই বলে কি আমি রাগতে পারি না আমি সবসময় হাসিখুশি থাকতে পারি না তাই বলে কি হাসতে জানি না ? আমি কারও সাথে সহজেই মিশতে পারি না তাই বলে কি আমি সামাজিক না ? আমি সুখি নই তাই বলে কি সুখ আমার জীবণে আসবে না? তুমি আমার কস্ট ব্যাথা কিছুই বুজলে না তাই বলে কি আমিও বুজব না ? তমার সাথে বনিমনা হচ্ছিল না তাই বলে কি আর হত না ? আমি তোমাকে ভালমত বুজতে পারি নাই তাই বলে কি বুজতে পারতাম না কখনই ? বিয়ে করার সময় এখনও হয়নি তাই বলে কি তুমি সবুর করতে পারতে না ? জানি অনেক বাধা বিপত্তি ছিল আমাদের তাই বলে কি সেগুলাকে জয় করা যেতো না ? আমি সাহসী ছিলাম তাই বলে কি তুমিও হতে পারতে না ? তোমাকে কখন ও আমার পাশে এসে দাড়াতে দেখি নি তাই বলে তো আমি নিরাশ হইনি ! আমি তোমাকে কাছে পেয়েও হারিয়েছি তাই বলে তো আমি অনুতপ্ত নই ? শুধুই একটা কস্ট থেকে গেল আমার ভুল বুঝে তোমার চলে যাওয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।