আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান্ডউইথের দাম কমেছে ১৮০০০ টাকা থেকে ১২০০০ টাকা

বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com

বশেষে ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দাম কমানোর এই ঘোষণা দিয়েছে। এবার দাম কমানো হয়েছে এক-তৃতীয়াংশ। মেগাবাইট প্রতি (ভ্যাট ছাড়া) বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা, এতদিন যা ছিল ১৮ হাজার টাকা। ব্যান্ডউইথের নতুন দাম গত পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, আগামী জুলাই মাসে আরেক দফা দাম নির্ধারণ করা হবে। জানা গেছে, তখন প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম ১০ হাজার টাকায় নামিয়ে আনা হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ কার্যকর করতে ইন্টারনেটের ব্যবহার তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ব্যান্ডউইথের উৎস মূল্য উল্লেখযোগ্য হারে কমলেও গ্রাহক পর্যায়ে সব সময় তার প্রভাব পড়ে না বলে অভিযোগ রয়েছে। তবে এবার সেদিকেও নজর দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

তিনি বলেন, এজন্য ঢাকা বা চট্টগ্রামের বাইরে ব্যান্ডউইথ পরিবহনের বাড়তি যে খরচ সেটিও উল্লেখযোগ্যহারে কমাতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নির্দেশ দেয়া হয়েছে। এটা হলেই গ্রাহক পর্যায়ে প্রভাব পড়বে। জানা গেছে, ২০০৭ সালে উৎসে ব্যান্ডউইথের মূল্য ছিল ৭৬ হাজার টাকা। ২০০৮ সালের প্রথম প্রান্তিকে এই মূল্য ৪৫ হাজার টাকায় নির্ধারিত হয়। একই বছর জুনের মধ্যেই এই মূল্য পুনঃনির্ধারিত হয় মেগাবাইট প্রতি ২৭ হাজার টাকা।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই মেগাবাইট প্রতি মূল্য নামিয়ে আনা হয় ১৮ হাজার টাকায়। এবার আরেক দফা কমানো হল। গ্রাহকরা বলছেন, চার বছরে চার দফায় মূল্য কমলেও গ্রাহক পর্যায়ে সেভাবে ব্যান্ডউইথের খরচের তেমন প্রভাব পড়েনি। অন্যদিকে আইএসপিরা বলছেন, ব্যান্ডউইথের খরচ কমলেও অন্যান্য খরচ না কমে বরং বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহকদের লাভ হয়নি। তবে টাকার অংকে লাভ না হলেও আগের টাকাতেই তারা বেশি ব্যান্ডউইথ পেয়েছেন বলেও জানান।

দৈনিক ইত্তেফাকের আজকের খবর এটা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.