আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানার্স- (৭) টেবিল ম্যানার্স..(১)



* খাবার টেবিলে সর্বদা সোজা হয়ে বসা উচিত। সে আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক খাওয়া-দাওয়া যাই হোক না কেন। * টেবিলে হাত রেখে বসবেন না। * ন্যাপকিন কোলের ওপর পেতে নেবেন। * শব্দ করে খাবেন না।

* একসঙ্গে অনেক খাবার মুখে পুরবেন না। * যদি ফর্মাল ডিনার হয় তবে কোর্স অনুযায়ী খাবেন। * খাবার ব্যবস্থা বুফে হলে একসঙ্গে অনেক খাবার প্লেটে নেবেন না। * খুব বেশি প্রয়োজন না হলে খাবার টেবিল ছেড়ে উঠবেন না। আর যদি উঠতেই হয় এক্সকিউজ মি বলে উঠবেন।

* ঘরোয়া অনুষ্ঠানে হাত দিয়ে খাওয়া চলে। তবে একে মাখামাখি করে খাবেন না। যথাসম্ভব আঙ্গুলের অল্প জায়গা ব্যবহার করুন। * কোন পদ ভাল লাগলেই সেটা বেশি বেশি নিজের পাতে তুলে নেবেন না। মনে রাখবেন টেবিলে রাখা খাবার সবার জন্য।

প্রথমবার অল্প নেবেন। ভাল লাগলে খেয়াল করুন সবার জন্য হয়েছে কিনা, তারপর আরও একবার নিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।