আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানার্স- (৬) উপহার দেয়া, উপহার পাওয়া...



উপহার পেতে উপহার দিতে সবারই ভাল লাগে। ভাল লাগা থেকেই মূলত উপহার দেয়া এবং নেয়া। তবে এই দেয়া নেয়াতেও ম্যানার্স এটিকেট মেনে চলাই সভ্য মানুষের লক্ষণ। * মনে রাখবেন উপহার যে দেয় উপহারের বস্তুটা তারই রুচি বহন করে। অতএব, উপহার দেয়ার সময় দাম নয় মানের দিকে নজর দিন।

* বড়লোকি দেখানোর জন্য দামি উপহার দেয়াটা বোকামি। * স্বল্প পরিচিত অনাত্মীয় কাউকে খুব দামি উপহার দেয়াটা ব্যাড ম্যানার্স। * এমন কোন উপহার দেবেন না যা অশ্লীল। * উপহার দেয়ার সময় খেয়াল রাখুন কাকে উপহার দিচ্ছেন। তার বয়স তার সঙ্গে সম্পর্ক সব বিবেচনা করে উপহার দিন।

যেমন একটা ছোট বাচ্চার জন্মদিনে যদি কেউ ডিনার সেট নিয়ে হাজির হন তবে সেটা যেমন হাস্যকর ঠিক তেমনি কারও বিয়েতে চকোলেট দেয়াটাও সমান হাস্যকর। * উপহারের সঙ্গে হাতে কিছু লিখে দেয়াটা ভদ্রতা। * উপহার যাই হোক সেটা পেয়ে অবশ্যই আনন্দিত হওয়া উচিত। * উপহারদাতাকে ধন্যবাদ জানানো ভদ্রতা। সম্ভব হলে চিঠি লেখা চলে।

* উপহারের দাম না, দাতার ভালবাসাটুকু অন্তর দিয়ে অনুভব করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।