আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানার্স- (১০) আপনি যখন অতিথি..(২)



* প্রত্যেক বাড়ির একটা রুটিন আছে। যেমন সকালের নাস্তা দুপুরে রাতের খাবার নির্দিষ্ট সময়। রুটিন মেনে চলুন। যদি কোন বেলা না খান সেটা আগেই জানিয়ে দেবেন। বাইরে গিয়ে ফিরতে দেরী হলে ফোনে জানিয়ে দিতে ভুলবেন না।

* হোস্টের জন্য উপহার নিতে ভুলবেন না। তবে সেটার দাম বা গুণ সম্পর্কে বলার দরকার নেই। * রান্না খাওয়ার সময় সম্ভব হলে হোস্টকে সাহায্য করুন। তাতে আপনার হোস্টের কষ্ট যেমন কমবে, তেমনি আপনি অনেক বেশি হোমলি অনুভব করবেন। * প্রশংসা করুন।

তবে সেটা যেন শুধুই কথার কথা না হয়। প্রশংসা করুন আন্তরিকতার সঙ্গে। * ইতিবাচক মনোভাব রাখুন। * ফেরার সময় ধন্যবাদ দিন। * আর হ্যাঁ, হোস্টের বাড়ির কাজের লোকদের টিপস দেবেন, তবে হোস্টের অনুমতি নিতে ভুলবেন না।

* আপনি অতিথি তাই হোস্টের পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে কথা না বলাই ভদ্রতা। * এমন কোন বিতর্ক করবেন না বা কথা বলবেন না যাতে গৃহকর্তা গৃহকত্রীর মধ্যে সেই কথা নিয়ে টেনশন সৃষ্টি হয়। * ফিরে গিয়ে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে ভুলবেন না যেন। মোবাইলে এসএমএসও করতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।