আমাদের কথা খুঁজে নিন

   

একজন অর্থনৈতিক বিশেষজ্ঞের উদ্ধৃতি...এতে প্রতিবাদ জানাবো না-কি মার্কেটকে বিদায় জানাবো বুঝতে পারছি না।



প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, খুলনায় এক অনুষ্ঠানে শেয়ারবাজারের ধস প্রসঙ্গে "কতগুলো লোক যদি অর্থনীতিতে অবদান না রেখে নিজেরাই লাভবান হতে চান, তাদের কষ্টে আমার হৃদয় কাঁদে না। " এখানে উনার মন কাঁদা আর না কাদাঁর কিছু কি আছে? দেশের এমন একটি শেয়ার বাজার হঠাৎ করে এত বিপদজনক অবস্থায় কেনো আসবে এটা নিয়ে অবশ্যই চিন্তার কিছু আছে। জনাব বিষেষজ্ঞের উত্তরে বলছি অপনি যদি এমন কথা বলেন তাহলে বলবো , আপনার মতো বিশেষজ্ঞের আমাদের দরকার নেই। এবং দেশের জন্য শেয়ার মার্কেট যে কত দরকার তার একটা কারন উল্লেখ করছি। শুনতেছি বিমান বাংলাদেশ এয়ার লাইনস্ মার্কেটে শেয়ার ছাড়বে, পদ্মা সেতুরও ছাড়ার কথা ছিলো।

এছাড়া বর্তমান মার্কেটে সরকারী অনেক প্রতিষ্ঠানের শেয়ার ছাড়া আছে এবং আরও ছাড়ার প্রক্রিয়া চলছে । এগুলোর অর্থ কিন্তু এ্ই মার্কেট-ই দিয়েছে। তাছাড়া বিশ্বের সব দেশেই শক্তিশালী শেয়ার মার্কেট আছে। তাই পরিশেষে বলবো এমনিতেই সবার মন এমন অবস্থায় আছে তারপর যদি এই ধরনের কর্তব্যজ্ঞানহীন মন্তব্য কোনো বিশেষজ্ঞের নিকট থেকে আসে তাহলে যেকোনো সময় আপনাকে কঠিন জনরোষের মধ্যে পড়তে হতে পারে। আর আপনিতো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনাকেই প্রশ্নটি করে দেখুন না, উনি কি বলেন।

বর্তমানে বেশিরভাগ লোকইতো বলাবলি করে যে, আ.লীগ সরকার আসলে ব্যবসা বানিজ্য থাকে না। তারপর ১৯৯৬ এর শেয়ারবাজার ধসের কথাও কোনো বিনিয়োগকারী ভোলেনি। এধরনের কথাবলে .....আমাদেরকে কাঁটা জয়গায় নুনের ছিটা দিয়েন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.