আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফির জন্য ভালবাসা

নীল মানব

মাশরাফি বিন মুর্তজার বিশ্বকাপ স্কোয়াডে না থাকার কষ্ট ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদকেও। মাশরাফি বিন মুর্তজা ফিট হলে তাঁকে কোন আইনে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায়, তা জানতে আইসিসি অনুমোদিত 'প্লেয়িং কন্ডিশনে'আগ্রহী হয়ে উঠেছেন তারা। নড়াইলে হরতাল পালিত হয়েছে কাল, আজ মানববন্ধন করার ঘোষণাও আছে। এদিকে মাশরাফি বিন মুর্তজার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার ঘটনায় কাল প্রতিবাদ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। ভক্ত-সমর্থকদের এসব কর্মসূচিকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও মাশরাফির অনুরোধ, সবাই যেন শান্ত থাকে।

ভক্তদের ভালোবাসার এই বহিঃপ্রকাশ দেখে মাশরাফি বলেছেন, ‘আমি তাদের কী বলব! সবাই আমাকে ভালোবাসে, পছন্দ করে—এটা জেনে ভালো লাগছে। ’ তবে ভালোবাসাটা যেন ধ্বংসের দিকে না যায়, ভক্তদের সেই অনুরোধ করেছেন নড়াইল এক্সপ্রেস, ‘সবার কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন শান্ত থাকে। যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তাদের এ ধরনের কর্মসূচির কারণে যদি অপ্রীতিকর কিছু ঘটে যায়, সেটা খারাপই হবে। ’ নির্বাচকরা এখনো মাশরাফির বিশ্বকাপ খেলার সুযোগ আছে বলছেন।

শুনে ডা. ডেভিড ইয়াংয়ের বললেন, ‘আগে ওকে দেখে নিই। আশা করছি, রবিবার ভালো একটা খবরই পাবেন। যার ফলে ওর বিশ্বকাপ খেলার একটা সুযোগ তৈরি হতেও পারে। ’ বাংলাদেশের এ গতি-তারকার দুই হাঁটুতে যে ছয়টি অস্ত্রোপচার হয়েছে, তার পাঁচটিই ইয়াংয়ের হাতে। আর যেসব ইনজুরিতে এ ফাস্ট বোলার তাঁর শরণাপন্ন হয়েছেন, এর যেকোনো একটিতেই অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যেতে দেখেছেন।

সব কিছু ঠিকঠাক থাকলে ২২ জানুয়ারি কলম্বো যাচ্ছেন মাশরাফি। যে শহরে উড়ে আসা শৈল্যবিদ ডেভিড ইয়াংয়ের সঙ্গে দেখা করবেন তিনি। জানবেন স্বপ্নের গন্তব্য ২০১১ বিশ্বকাপ, নাকি আবারও অস্ত্রোপচারের টেবিল! ডেভিড ইয়াংয়ের মতামতের জন্য অপেক্ষা করছেন নির্বাচক থেকে শুরু করে বোর্ড পরিচালকও। যদি অস্ট্রেলীয় এ সার্জন সবুজ সংকেত দেন, যদি আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাভাবিক গতিতে ছুটতে শুরু করে ‘নড়াইল এক্সপ্রেস’...। প্রধান নির্বাচক রফিকুল আলম কালও বলেছেন, ‘ফিট হয়ে গেলে মাশরাফির বিশ্বকাপে খেলার জোর সম্ভাবনা আছে।

’ সেই সম্ভাবনার পথ খুলে দিয়ে বসে আছে আইসিসির টেকনিক্যাল কমিটির নির্দেশনা। এ নির্দেশনায় ইনজুরির কারণে দলে পরিবর্তনের সুযোগ আছে। তাহলে কি মাশরাফি ফিট হলেই ধরে-বেঁধে কাউকে ইনজ্যুরড দেখিয়ে দল থেকে বের করে দেওয়া হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।