আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফির উপর প্রচন্ড ঘৃণা হচ্ছে!!!

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

নির্বাচকরা দল ঘোষনায় ব্যাস্ত, আগের দিনও কানাঘোষা চলছে, প্রত্রিকায় পর্যন্ত আসলো যে মূল দলে মাশরাফির নাম নেই! অথচ মাশরাফি তখনো মাঠে প্রাকটিস করে চলেছে। কিসের আশায়? নিজের মাটিতে বিশ্বকাপ খেলবে, এই স্বপ্ন পূরণ করার জন্য! দেশসেরা পেসার, যাকে নিয়ে আমরা একসময় গর্ব করেছি, সে যখন পত্র-পত্রিকায় সরাসরি এসে বললো যে যেভাবেই হোক বিশ্বকাপ খেলবো, খেলতেই হবে। তার আত্ববিশ্বাসটা আমরা কিভাবে ভেঙে দিলাম?? কতটা কষ্ট পেলো মাশরাফি? মাশরাফির জায়গায় যদি আমি হতাম তবে কি আমার চোখ দিয়ে পানি পড়তো না? অথবা অন্য কারো? ধুর! কি সব বলছি! আমরাতো এখন পেশাদার। অনেক কিছু ভাবতে হয় আমাদের। পেশাদারিত্বের কাছে আবেগের কোনো মূল্য আছে নাকি? তাছাড়া আমরা এখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কিসের দেশ সেরা পেসার? ও একসময় দেশসেরা ছিলো, এখন তো আর দেশসেরা পেসার না! ঠিকভাবে দৌড়াতেই পারে না। ওকে ছুড়ে ফেলো দূরে। শোনো বাঙালীরা, আমরা এখন অনেক পেশাদার। মাশরাফিকে বোঝাও ওর মতো বোকা ছেলে আর হয় না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।