আমাদের কথা খুঁজে নিন

   

বোকার আত্নকাহিনী

আমি পৃথিবীর মঞ্চে অবাঞ্ছিত দর্শক, তবু কিছু কথা বলে যেতে চাই।

দ্বিধান্বিত আমি বসে ভাবছি, কোথায় ছিলেম? আর কোথায় এলাম? জীবন থেকে আরেকটি কষ্টময় দিবস কালের অবগাহনে হারিয়ে গেল। পৃথিবীকে আমি মানব সন্তান হিসাবে কতটুকু দিতে পারলাম? কেনইবা পৃথিবী করবে স্নরণ আমার মরণ? কি আমার যোগ্যতা? নিতান্তই একটি অচল পদ্য-গদ্যর সাতকাহন এই আমি। পাপ ও পূন্য ভরা এই পৃথিবী আমার পাপ একটু বেশি। ব্যথর্তা আর সফলতায় ব্যথর্তা আরেকটু বেশি।

আনন্দ ও বেদনার মাঝে বেদনার পরিমানই বেশি। শূন্য হাতে আমি পথিক, তব মুখপানে চেয়ে পথ হারাতে চাই। আমি ক্লান্ত পথে রাতকে বরণ করতে চাই অশ্রুজলের সিক্ততাই। বিষন্ন বাগানে বসে একাকী স্বপ্ন দেখতে চাই সেই আবেগী ঘরকে; যেথা আমারই মুক্তি বসে আছে আমার প্রতিক্ষায়.। .।

.। .। .। .। .।

.। .। .। আমি আসছি.। .।

.। .। .। .। .।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।